সবকিছু জমে বরফ হয়ে যাওয়ায় হিমাচল ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে প্রবল জলকষ্ট দেখা দিয়েছে।
শেষ আপডেট: 23 December 2024 06:29
দ্য ওয়াল ব্যুরো: হাড়কাঁপুনি ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। প্রবল হাওয়া ও তাপমাত্রা নেমে যাওয়ায় কাশ্মীরের উত্তরাংশ, লাদাখ এবং হিমাচল প্রদেশের বহু হ্রদ, ঝরনা, শাখানদী এবং পাইপলাইন জমে বরফ হয়ে যাওয়ায় পানীয় ও ব্যবহার্য জলের সংকট দেখা দিয়েছে। পার্বত্য এলাকার অনেক জায়গায় তাপমাত্রা মাইনাস ১৪-১৮ ডিগ্রির নীচে চলে গিয়েছে। তার সঙ্গে বইছে কনকনে উত্তুরে হাওয়া।
সোমবার তোলা ছবিতে দেখা গিয়েছে, শ্রীনগরের অন্যতম আকর্ষণ ডাল লেকের জলে বরফের আস্তরণ পড়ে গিয়েছে। হিমাচলের আদিবাসী অধ্যুষিত উঁচু এলাকা এবং পাহাড়ি গিরিখাদ এলাকায় শনশন করে বরফ ঠান্ডা হাওয়ার দাপটে জনজীবন অস্থির হয়ে পড়েছে। রবিবার বহু জায়গায় তাপমাত্রা তাপাঙ্কের ১৪ থেকে ১৮ নীচে চলে যায়। এতে বেশিরভাগ পানীয় জলের পাইপলাইন বন্ধ হয়ে গিয়েছে।
জম্মু-কাশ্মীরের শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ৪.৬ ডিগ্রির কাছাকাছি। এদিকে, সোমবার দিল্লিতে ভোর হালকা বৃষ্টি দিয়ে। ফলে রাজধানী শহরেও তাপমাত্রা একধাক্কায় অনেকটা নেমে যায়। সব মিলিয়ে ঠান্ডায় সবকিছু জমে বরফ হয়ে যাওয়ায় হিমাচল ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে প্রবল জলকষ্ট দেখা দিয়েছে। মূলত দৈনিক ব্যবহার্য জলের উৎসগুলি বরফে জমে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়লেও জমিয়ে ঠান্ডায় মেলা বসে গিয়েছে পর্যটকের। বাসিন্দারা ছাড়াও বিস্তীর্ণ এলাকার পাখি ও জঙ্গলের পশুও পানীয় জলের হাহাকারের মধ্যে পড়েছে।
উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার টাংমার্গের বিখ্যাত দ্রুং জলপ্রপাত জমে বরফ হয়ে গিয়েছে। দেখলে মনে হবে পড়তে থাকা জল যেন মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। আর তা দেখতে শয়ে শয়ে পর্যটক ভিড় জমাচ্ছেন সেখানে।