শেষ আপডেট: 28th September 2024 19:32
দ্য ওয়াল ব্যুরো: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। ফ্লাইটে পরিবেশন করা একটি ডিমের অমলেটে এবার মিলল আরশোলা! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও চাপের মুখে পড়ে ব্যর্থতার দায় খাবার প্রস্তুতকারী সংস্থার উপরেই চাপিয়েছে এয়ার ইন্ডিয়া।
দিল্লি থেকে নিউ ইয়র্কগামী বিমানটিতে সফর করা সুয়েশা সাওয়ান্ত নামে মহিলা যাত্রীর অভিযোগ, তাঁর দুবছরের শিশুর জন্য অমলেটটি অর্ডার করেছিলেন। শিশুটি খানিকটা খাওয়ার পরই তাতে আরশোলা দেখতে পাওয়া যায়।
পরে রাগে পুরো ঘটনার কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এয়ার ইন্ডিয়ার তুলোধনা করেন যাত্রী।
Found a cockroach in the omelette served to me on the @airindia flight from Delhi to New York. My 2 year old finished more than half of it with me when we found this. Suffered from food poisoning as a result. @DGCAIndia @RamMNK pic.twitter.com/1Eyc3wt3Xw
— Suyesha Savant (@suyeshasavant) September 28, 2024
মহিলার অভিযোগ, অমলেট খাওয়ার পরই শিশুটির বমি হতে শুরু করে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতেও সরব হয়েছেন তিনি।
এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। বিমানসেবিকাকে মারধরের পাশাপাশি খাবারে ব্লেড পাওয়ার মতো ঘটনাকে কেন্দ্র করে আগেও বিতর্কে জড়িয়েছে বিমান সংস্থা। এবার অমলেটে আরশোলা মিলতেই শুরু নয়া বিতর্ক।