শেষ আপডেট: 13th October 2023 20:35
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালে শাহরুখ-পুত্র আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর অভিযোগ উঠেছিল তাঁর বান্ধবী মুনমুন ধনেচা স্যানিটারি ন্যাপকিনের মধ্যে ড্রাগ লুকিয়ে রেখেছিলেন। যদিও শেষ অবধি ওই মামলা আর এগোয়নি। আরিয়ানও বেকসুর খালাস হয়ে যান। তবে স্যানিটারি ন্যাপকিনের ভিতর মাদক রেখে দেওয়ার ঘটনা বেশ শোরগোল ফেলে দিয়েছিল সেইসময়। এবার ঠিক একইরকম ঘটনা ঘটল মুম্বইয়েই। প্যাডের মধ্যে মাদক রেখে পাচার করার অভিযোগে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হল উগান্ডার তিন মহিলা নাগরিককে।
সূত্রের খবর, বুধবার ওই তিন পাচারকারী মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামে। তারা স্যানিটারি ন্যাপকিনের ভিতরে ৫৬৮ গ্রাম মাদক লুকিয়ে রেখেছিল বলে অভিযোগ। মহিলারা বেরিয়ে আসার সময়েই সন্দেহ হয় সিকিওরিটিদের। এরপর তিনজনকে ধরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় মাদক। সঙ্গে সঙ্গে তিন পাচারকারীকে গ্রেফতার করেছে ডিরেক্টোরেট রেভিনিউ অফ ইন্টেলিজেন্স। জানা গিয়েছে, ওই মাদকের মূল্য প্রায় ৫.৬৮ কোটি টাকা। অভিযুক্তদের নাম নাবালে এডিথ (৪৬) এবং ওয়ামালা অ্যান রোজ (৪২)। আর একজনের পরিচয় এখনও জানা যায়নি।
#WATCH | Maharashtra: The Directorate of Revenue Intelligence (DRI) Mumbai officials busted a drug syndicate and arrested three foreign national women passengers & seized a total of 568 grams of cocaine valued at Rs 5.68 crore from their possession. The accused have been taken… pic.twitter.com/iYINMXhgDX
— ANI (@ANI) October 13, 2023
অভিযুক্তদের ব্যাগে তল্লাশি চালানোর সময় ভিতরে থাকা একটি স্যানিটারি প্যাড দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। এরপর সেটিকে ধারালো ব্লেড দিয়ে কাটতেই ভিতর থেকে বেরিয়ে আসে মাদক ভর্তি দু’টি প্যাকেট। এই ঘটনা প্রসঙ্গে এক অফিসার বলেন, “স্যানিটারি ন্যাপকিন কেটে বের করা ওই পাউডার জাতীয় বস্তুটি আমরা সঙ্গে সঙ্গে টেস্টিং কিট দিয়ে টেস্ট করি, যার রেজাল্ট পজিটিভ আসে। অর্থাৎ ওগুলি ড্রাগ। অভিযুক্ত তিন মহিলাকে জেরা করে এই মাদক চক্রের খোঁজ চালানো হচ্ছে।