শেষ আপডেট: 17th April 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের পর অসমে ভোটপ্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বুধবার সিএএ, এনআরসি সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বললেন, “অসমে ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আবার আসব।”
আগামী ২৬ এপ্রিল নির্বাচন রয়েছে অসমের শিলচরে ৷ সেখানেই বুধবার তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার অসমে চার আসনে প্রার্থী দিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল। শিলচর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রাধেশ্যাম বিশ্বাসকে। বুধবার তাঁর সমর্থনেই সভা করেছেন মমতা। তৃণমূল সুপ্রিমোর কথায়, "এই প্রচার আসলে ট্রায়াল। ফাইনাল খেলা এখনও বাকি আছে।"
এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের বাইরে প্রথম অসমেই প্রচারে গেলেন মমতা। অসমের চার আসনে মূলত বাঙালি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে লড়ছে বাংলার শাসকদল। এদিন শিলচরে প্রথম সভা করতে গিয়ে বিভাজন অস্ত্রে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই মমতার কথায় উঠে এসে এসেছে এনআরসি, সিএএ প্রসঙ্গ। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, "তৃণমূল ক্ষমতায় এলে বাতিল হবে সিএএ- এনআরসি। কার্যকর হবে না অভিন্ন দেওয়ানি বিধিও।"
শিলচরের জনসভা থেকে মমতা বলেন, ‘‘তৃণমূল এবার অসমে চারটি আসনে লড়ছে। এটা তো সবে ট্রায়াল দেখছেন। ফাইনাল খেলা এখনও বাকি। আমি আবার আসব।’ একইসঙ্গে এদিন হিন্দু-মুসলিমকে এক হওয়ার বার্তা দিয়েছেন মমতা। তাঁর মতে, "বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন- শুধু এই দুই গোষ্ঠী এক হলেই ৭০ শতাংশ হয়ে যায়।"
সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেসই। অসমে ভোটপ্রচারে গিয়ে জোর গলায় এও বলে এলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রকৃতপক্ষে বিজেপির বিরুদ্ধে লড়ছে তৃণমূলই।
আর পাঁচটা নির্বাচনী প্রচারের মতো এদিনও বক্তব্যের আগাগোড়া বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারকে বিঁধে মমতা বলেন, “ গোটা ভারতকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছে। জেলখানা বানিয়ে দিয়েছে। দাঙ্গাবাজ, ভাঁওতাবাজ, লুটেরা এই সরকার।”
অসমে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই কংগ্রেসের। তৃণমূলও যে পিছিয়ে নেই তা সে রাজ্যের বাসিন্দাদের জোরালোভাবে বোঝাতে চেয়েছেন মমতা। তিনি সাফ জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে অসম বা বাংলায় আসনরফা না হলেও সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূলই।