Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
এসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?মিঠু ছিল খামখেয়ালি, 'আশ্রিতা'র পরও ছবি করতে চেয়েছিল, কিন্তু হল না: রত্না ঘোষালরাতে ভাত খেলেই নাকি ওজন বাড়ে! ডিনার প্লেট থেকে তাকে সরিয়ে দেওয়ার আগে জানুন, সত্যিই কি তাই?দেশ-বিদেশের সিজলার তাও আবার পুরোপুরি ভেজ, কোথায় পাবেন জেনে নিন
Kashmir School-College Reopen

Kashmir: স্থিতবস্থা ফিরতেই মঙ্গল থেকে খুলে গেল কাশ্মীরের স্কুল-কলেজ

মঙ্গলবার থেকেই কাশ্মীরে (Kashmir) সব স্কুল এবং কলেজ (School College Reopen) খুলে যাবে, সে কথা আগেই বলা হয়েছিল। সেই মতোই কাশ্মীর বিশ্ববিদ্যালয় (Kashmir University) খুলে গেল।

Kashmir: স্থিতবস্থা ফিরতেই মঙ্গল থেকে খুলে গেল কাশ্মীরের স্কুল-কলেজ

খুলে গেল কাশ্মীরের স্কুল-কলেজ

শেষ আপডেট: 13 May 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকেই কাশ্মীরে (Kashmir) সব স্কুল এবং কলেজ (School College Reopen) খুলে যাবে, সে কথা আগেই বলা হয়েছিল। সেই মতোই কাশ্মীর বিশ্ববিদ্যালয় (Kashmir University) খুলে গেল।

স্বাভাবিক হচ্ছে উপত্যকা। নতুন করে অশান্তির খবর নেই। স্থিতবস্থা ফিরতেই জম্মু ও কাশ্মীরে খুলে গেল যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। সোমবারই কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বিজয়কুমার বিধুরি জানিয়েছিলেন শুধু সীমান্ত সংলগ্ন জেলা কুপওয়ারা, বারামুল্লা এবং বান্দিপোরার গুরেজের স্কুল, কলেজ বন্ধ থাকবে।

পাঞ্জাবের পাকিস্তান সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে সোমবারও বন্ধ ছিল স্কুল, কলেজ। বাকি রাজ্যে সোমবারই চালু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। গত ৭ মে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। ওই অভিযানের নাম ছিল 'অপারেশ সিঁদুর'। তার পরেই ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। ভারত সেই চেষ্টা ব্যর্থ করেছে। ওই অবস্থায় জম্মু ও কাশ্মীর, পাঞ্জাবে বন্ধ করে দেওয়া হয় স্কুল, কলেজ।

শনিবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে নয়াদিল্লি (Delhi)। তার পরেই শান্ত হয় সীমান্ত এলাকা। নতুন করে উত্তেজনা না ছড়ানোয় স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত-পাক উত্তেজনার আবহে দেশের বন্ধ হয়ে যাওয়া ৩২টি বিমানবন্দরও (Airport) খুলে গিয়েছে সোমবার।

যুদ্ধ বিরোধী ঘোষণা হয়েছে ঠিকই তবে সন্ত্রাসবাদীদের চোখরাঙানি ভারত যে সহ্য করবে না, তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সোমবার রাত আটটায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "পাকিস্তানের সঙ্গে কথা হলে এবার সন্ত্রাস এবং পাক অধিকৃত কাশ্মীর (only talk about terrorism and POK) নিয়েই কথা হবে।" হুঁশিয়ারির সুরে মোদী এও বললেন, পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে সবার আগে সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করতে হবে।

মোদী এও জানিয়ে দেন, "ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনও 'নিউক্লিয়ার ব্ল্যাকমেল' ভারত সহ্য করবে না।" এ ব্যাপারে ভারতের সেনাবাহিনী যে আকাশ, জল থেকে মাটি- সর্বত্র প্রস্তুত রয়েছে তাও আরও একবার স্পষ্ট করে দেন মোদী।


ভিডিও স্টোরি