শেষ আপডেট: 29th January 2025 16:00
দ্য ওয়াল ব্যুরো: সহপাঠী বান্ধবীর ওপর রাগ। তাকে 'উচিত শিক্ষা' দিতে ধর্ষণ করে খুন করার ছক করেছিল সপ্তম শ্রেণির এক পড়ুয়া! স্কুলেরই এক সিনিয়রকে ১০০ টাকার 'সুপারি' দিয়েছিল সে। পুনের এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক সহ আরও দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পুনের দৌন্দের এক ইংরেজি মাধ্যমের স্কুলের ঘটনা এটি। সপ্তম শ্রেণির ওই পড়ুয়া রিপোর্ট কার্ডে নিজের বাবার সই নকল করেছিল। সেই বিষয়টি জানতে পেরে তারই সহপাঠী ছাত্রী শিক্ষককে নালিশ জানায়। ফলে বকা খেয়েছিল নাবালক। এই ঘটনাতেই সহপাঠী বান্ধবীর ওপর রাগ জন্মায় তার। তাকে ধর্ষণ এবং খুন করতে সিনিয়র এক ছাত্রকে ১০০ টাকার 'সুপারি' দেয় সে।
স্কুলের নবম শ্রেণির এক ছাত্রকে সুপারি দিয়েছিল নাবালক। সেই ছাত্রই বিষয়টি শিক্ষকদের জানায় এবং গোটা ব্যাপারটি প্রকাশ্য আসে। এরপরই ছাত্রীর বাবা পুলিশে অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁর দাবি, ছেলেটির আচরণ নিয়ে আগেই একাধিক অভিযোগ জানানো হয়েছিল কিন্তু স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। একবার তাকে ডেকে শুধু বকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ অবশ্য প্রধান শিক্ষক এবং দুই শিক্ষককে আটক করে আপাতত জিজ্ঞাসাবাদ ছাড়া কিছু করেনি। আর ওই নাবালক ছাত্রের বিরুদ্ধেও আইনি কোনও পদক্ষেপ নেওয়া যায়নি। কারণ ‘জুভেনাইল জাস্টিস অ্যাক্ট’ কোনও ১২ বছরের কম বয়সীর বিরুদ্ধে ফৌজদারী পদক্ষেপের অনুমতি দেয় না।