সিসিটিভিতে ধরা পড়েছে গোটা ঘটনা
শেষ আপডেট: 11th January 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের মধ্যেই মর্মান্তিক মৃত্যু আট বছরের ছাত্রীর। শুক্রবার আমেদাবাদের ওই বেসরকারি স্কুলে পৌঁছনোর পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তৃতীয় শ্রেণির গার্গী তুষার রানপারা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
সংবাদ সংস্থা জানিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই গার্গীর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সিঁড়ি দিয়ে দোতলায় নিজের ক্লাসে যাচ্ছিল সে। তখন তাকে দেখে মনে হচ্ছিল কিছু একটা অস্বস্তি হচ্ছে। তারপরে করিডরের একটি চেয়ারে বসে পড়ে বাচ্চাটি।
স্কুল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে বলেছে, কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি মাটিতে পড়ে যায়। তড়িঘড়ি স্কুলের শিক্ষকরা গিয়ে সিপিআর দিয়ে হাসপাতালে নিয়ে যান।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হাসপাতালে যাওয়ার পরেও বেঁচেছিল মেয়েটি। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। চিকিৎসকরা জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু হয়েছে ক্লাস থ্রি-র গার্গীর।
সংবাদমাধ্যমের প্রতিবেদন মোতাবেক মৃত পড়ুয়ার বাবা-মা মুম্বইয়ে রয়েছেন। গুজরাতে দাদু-ঠাকুমার সঙ্গেই ছিল সে।
প্রসঙ্গত, জানুয়ারির প্রথম দিকেই কর্নাটকে প্রায় এরকই ঘটনা ঘটেছিল। খবর হয়েছিল, স্কুলের করিডরে বন্ধুদের সঙ্গে থাকার সময় আচমকাই আট বছরের একটি মেয়ে পড়ে যায়। পরে জানা যায় তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল।