শেষ আপডেট: 25th January 2025 19:54
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষকের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের ভিডিও রেকর্ড করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল এক পড়ুয়া। সেই ঘটনার তদন্তে নেমেই চাঞ্চল্যকর তথ্য হাতে এল পুলিশের। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ঘটনা। দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া শিক্ষকের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ সামনে এনেছে। পাশাপাশি তাকে জোর করে মদ খেতে বাধ্য করার অভিযোগও জানিয়েছিল সে।
দীর্ঘদিন শিক্ষকের সেই অত্যাচার সহ্য করতে না পেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। বিষয়টি কাউকে বলতে না পারলেও নিজের মোবাইলে সব কিছু রেকর্ড করে এবং পুরো ভিডিওতে অত্যাচারের কথা জানায়।
পরে ঘটনাস্থল থেকে মোবাইল উদ্ধার হতে শুরু হয় তদন্ত। প্রথমে মৃত্যুর সঠিক কারণ জানতে না পারলেও পুলিশের হাতে আসে ছাত্রের মোবাইল ফোন। এরপরই তদন্তকারীদের নজরে আসে একটি ভিডিও।
যেখানে দেখা যায়, দীর্ঘদিন শিক্ষকের অত্যাচার সহ্য করতে না পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে সে। পাশাপাশি পড়ুয়্যার আরও অভিযোগ, জোর করে তাকে মদ্যপান করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ২২ জানুয়ারি, বুধবার সন্ধ্যাবেলা ভোপাল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে কোলারস রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই কিশোর। চালক এমার্জেন্সি ব্রেক কষেও ট্রেন থামাতে পারেননি বলে খবর। পরে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। ট্রেনের সামনে ঝাঁপানোর ঠিক আগে ভিডিয়ো রেকর্ড করেছিল ওই কিশোর।