শেষ আপডেট: 26th January 2025 17:22
দ্য ওয়াল ব্যুরো: শীতের রোদে ছাদে গিয়ে পড়াশোনা করছিলেন বিহারের এক কিশোরী। হঠাৎই হামলা চালায় হনুমানের দল। তিনি পালানোর চেষ্টা করেন কিন্তু লাভ হয়নি। শেষে তাঁকে ছাদ থেকে ধাক্কা মারে দলটি। নীচে পড়ে গুরুতর জখম হন কিশোরী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বিহারের সিওয়ান এলাকার ঘটনা। মৃতের নাম প্রিয়া কুমার। তিনি দশম শ্রেণির ছাত্রী ছিলেন। সামনেই পরীক্ষা তাই ছাদে গিয়ে পড়াশোনা করছিলেন। স্থানীয়রা জানান, এই সময় তাঁর ওপর হামলা চালায় কয়েকটি হনুমান। তাঁকে সিঁড়ির দিকে পালিয়ে যেতে বলা হয়। কিন্তু এমনভাবে তাঁর ওপর আক্রমণ চালানো হয়েছিল যে কোনওভাবেই তিনি পালানোর পথ খুঁজে পাননি।
খানিকটা নিজেকে বাঁচানোর চেষ্টা করেন বলে জানা যায়। কিন্তু শেষে তাঁকে ছাদ থেকে ধাক্কা মারে একটি হনুমান। নীচে পড়ে যান তিনি। গুরুতর চোট লাগে মাথায়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গত বছর মহারাষ্ট্রে এভাবে হনুমানের আক্রমণে গুরুতর জখম হয়েছিলেন একটি শিশু ও এক ব্যক্তি। বিহারের ঘটনা নিয়ে স্থানীয় পুলিশ আধিকারিক জানান, হনুমান এলাকায় আসে কিন্তু এমন ঘটনা আগে দেখিনি। কোনও ভক্তকে এমন আক্রমণ কতে দেখিনি।