শেষ আপডেট: 24th July 2024 21:54
দ্য ওয়াল ব্যুরো: সর্বপ্রথম ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের বিরুদ্ধে জালিয়াতি করার অভিযোগ উঠেছিল। ক্রমশ তাঁর গোটা পরিবারের বিরুদ্ধেই একই অভিযোগ উঠে আসছে। আগেই জানা গেছে, পূজা ইউপিএসসি পরীক্ষায় পাশ করার জন্য 'বিশেষভাবে সক্ষম' হওয়ার ভুয়ো নথি জমা দিয়েছিলেন। এবার জানা গেল, শুধু তিনি এমন কাজ করেননি। বরং তাঁর বাবা-মাও নিজেদের ডিভোর্স নিয়ে মিথ্যে খবর রটিয়েছিলেন মেয়েকে সুবিধা করে দেওয়ার জন্য।
পূজার জন্য এখন পরিস্থিতি ভীষণ জটিল। তাঁর বিরুদ্ধে খোদ মামলা করেছে ইউপিএসসি। ইতিমধ্যে জানা গেছে, তিনি রেশন কার্ড থেকে শুরু করে বাড়ির ঠিকানা, ফোন নম্বর সবই ভুল জমা দিয়েছিলেন। এবার যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে জানা গেছে, বাবা-মার ডিভোর্সের ভুল খবর রটিয়ে তিনি ওবিসি কোটায় নিজের নাম ঢুকিয়েছিলেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইউপিএসসি-তে পূজা তাঁর বাবা দিলীপ এবং মা মনোরমার ডিভোর্স নিয়ে মিথ্যে তথ্য দিয়েছিলেন। ইউপিএসসি-র নিয়ম অনুযায়ী, যাঁদের বাবা-মার বার্ষিক আয় ৮ লক্ষের কম, তারা ওবিসি নন-ক্রিমি লেয়ারের মধ্যে পড়বে। এই কারণে পূজা এই ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত হন।
রিপোর্টে দাবি করা হয়েছে, ইউপিএসসি-তে পূজা জানিয়েছেন, তাঁর বাবা-মার ডিভোর্স হয়ে যাওয়ায় ফ্যামিলি ইনকাম কিছুই নেই। আর তিনিই তাঁর মায়ের সঙ্গেই থাকেন। তবে পরে জানা যায়, তাঁরা তিনজন একসঙ্গে একই বাড়িতে থাকতেন। যদিও পূজার বাবা-মা ডিভোর্সের জন্য ফাইল করেছিলেন এবং তারা সেপারেশনে ছিলেন। তবে আলাদা থাকার কথা থাকলেও পূজার সঙ্গে এক বাড়িতে থাকতেন তাঁরা।
অন্যদিকে, পূজার বাবা দিলীপ যিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী এবং চলতি বছরের লোকসভা ভোটেও লড়েছেন, তিনি তাঁর হলফনামায় জানিয়েছিলেন তাঁর ৪০ কোটি টাকার সম্পত্তি আছে। শুধু তাই নয়, ওই হলফনামায় দিলীপ মনোরমাকেই তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ করেছিলেন এবং নিজেদের পরিবারকে 'অখণ্ড হিন্দু পরিবার' বলে দাবি করেছিলেন। তাই কোনও দিক দিয়েই পূজা যে দাবি করেছেন তা গ্রহণযোগ্য নয়। সে কারণেই নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।