শেষ আপডেট: 3rd December 2024 18:06
দ্য ওয়াল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের চলতি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে আনা গুচ্ছ আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। অতএব, এই আবেদনগুলির শুনানি আগামী বছর ৬ জানুয়ারি থেকে শুরু হতে চলা সপ্তাহে নয়া বেঞ্চে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন তাঁকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছিল ২০২৩ সালের মার্চে।
মামলা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার বিষয়ে তিনি প্রধান বিচারপতি হয়ে যাওয়ার কারণ উল্লেখ করেন। মঙ্গলবার তিনি বলেন, এখন পরিস্থিতির বদল ঘটেছে। বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে এ বিষয়ে তাদের জবাব আদালতে দিতে বলেছে পরবর্তী শুনানির দিনে।
মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনার নিয়োগের আগে যে প্যানেল ছিল, তাতে ভারতের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সদস্য ছিলেন। কিন্তু, নতুন যে আইন আনা হয়েছে তা থেকে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে ছেঁটে ফেলা হয়েছে। এখন থেকে এই পদে নিয়োগের প্যানেলে থাকছেন প্রধানমন্ত্রী, একজন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী ও বিরোধী দলনেতা।
এর আগে তৎকালীন বিচারপতি খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ লোকসভা ভোটের পূর্বে এই আইনে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। প্রসঙ্গত, কংগ্রেস নেতা জয়া ঠাকুর, দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস, দ্য পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ, লোকপ্রহরী সংগঠনের পক্ষ থেকে আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয়েছিল।