Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধা
CJI BR Gavai

নিয়োগে স্বচ্ছতা বাড়ছে, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক নয়: বি আর গভাই

২০২৪ সালের মে মাসে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি ভি আর গাভাই। তিনি দেশের প্রথম বৌদ্ধ এবং কেজি বালাকৃষ্ণনের পরে দ্বিতীয় দলিত বিচারপতি, যিনি দেশের সর্বোচ্চ বিচারপতির পদে রয়েছেন। 

নিয়োগে স্বচ্ছতা বাড়ছে, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক নয়: বি আর গভাই

বি আর গভাই

শেষ আপডেট: 5 July 2025 11:10

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিলেন দেশের প্রধান বিচারপতি (CJI) বি আর গভাই (BR Gavai)। বম্বে হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের (Bombay Bar Association) একটি সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্ট (Supreme Court) এখন আর ‘প্রধান বিচারপতিকেন্দ্রিক’ প্রতিষ্ঠান নয়। বরং নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।

২০২৪ সালের মে মাসে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি ভি আর গাভাই। তিনি দেশের প্রথম বৌদ্ধ এবং কেজি বালাকৃষ্ণনের পরে দ্বিতীয় দলিত বিচারপতি, যিনি দেশের সর্বোচ্চ বিচারপতির পদে রয়েছেন। বার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বিচারপতি নিয়োগ সংক্রান্ত ইস্যুতে তিনি স্পষ্ট করে বলেছেন, “আমরা সুপ্রিম কোর্টকে আর শুধুমাত্র প্রধান বিচারপতি-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে রাখতে চাই না। বিচারপতি সঞ্জীব খান্নার সময় থেকেই আমরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা করেছি।”

প্রধান বিচারপতি এও জানান, সদ্য সমাপ্ত তিন দিনের এক প্রক্রিয়ায় ৫৪ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যার মধ্যে থেকে প্রায় ৩৬ জনকে সুপারিশ করা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, বিচারপতি নিয়োগে মেধার কোনও অবমূল্যায়ন হবে না এবং সমস্ত শ্রেণির প্রতিনিধি নির্বাচনের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে।

সিজেআই-এর স্পষ্ট কথা, “মেধার সঙ্গে কোনও আপস করা হবে না। আমরা নিশ্চিত করব, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হবে এবং এতে সমাজের সমস্ত স্তরের প্রতিনিধিত্ব থাকবে।”

কদিন আগেই মহারাষ্ট্রের অমরাবতীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন, দেশের সংবিধান (Constitution) সবার ঊর্ধ্বে, সংসদ (Parliament) নয়। প্রধান বিচারপতির কথায়, গণতন্ত্রের তিনটি শাখা - আইন, শাসন এবং বিচার বিভাগ, সংবিধানের মাধ্যমেই পরিচালিত হয়। তাই তাঁর কাছে সংসদ নয়, সংবিধান সর্বোচ্চ।

নিজের বক্তব্যে বিচারপতিদের কার্যত গুরুদায়িত্ব মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রধান বিচারপতি বলছেন “আমাদের স্বাধীনভাবে ভাবতে হবে। মানুষ কী বলবে তা ভেবে কোনও রায় দিতে পারেন না কোনও বিচারপতি।'' পাশাপাশি এও উল্লেখ করেন, সরকারের বিরুদ্ধে রায় বা নির্দেশ দিলেই কোনও বিচারপতি বা বিচারক স্বাধীন হয়ে যান না।


ভিডিও স্টোরি