শেষ আপডেট: 7th December 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ সিআইএসএফের। এবার দেশের ৬৮টি বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে কোয়ালিটি কন্ট্রোল ইউনিট চালু করল এভিয়েশন সিকিউরিটি গ্রুপ। দেশের বিমানবন্দরগুলিতে বিশ্বমানের নিরাপত্তা দিতেই এমন ভাবনা বলে জানানো হয়েছে।
গত কয়েকমাসে ভুয়ো বোমাতঙ্ক থেকে শুরু করে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলিকে। জানা গেছে, আধাসেনার এএসজি বা বিমানবন্দর নিরাপত্তা শাখায় কর্মরত প্রায় ৫০ হাজার জওয়ান। দেশের ৬৮টি বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে তাঁরাই রয়েছেন।
রিপোর্ট বলছে, চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত ৯৯৪টি বিমানে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। বিঘ্নিত হয়েছে স্বাভাবিক পরিষেবা। পরে তদন্তে উঠে আসে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই আসছে ভুয়ো বার্তা।
এরপর কড়া ব্যবস্থা নিতে একদিকে যেমন সোশাল মিডিয়া প্লাটফর্মগুলিকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র তেমনই বিমান ও বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে আইনে সংশোধনের বিষয়ে জোর দিতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছিল। এবার নতুন বছরের আগেই বিমানবন্দর নিরাপত্তা শাখায় বিশেষ ইউনিট চালু করল সিআইএসএফ।
সিআইএসএফের মুখপাত্র জানিয়েছেন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রালয়ের সংস্থা বিসিএএস বিমানবন্দরগুলির নিরাপত্তা বৃদ্ধিতে যে উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ইউনিট গঠন করা হয়েছে। বিসিএএস কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা। যা দেশীয় অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত নীতি নির্ধারণ করে।