শেষ আপডেট: 4th January 2025 19:14
দ্য ওয়াল ব্যুরো: নিজের বন্দুক থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হলেন বিমানবন্দরের দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ান। শনিবার এমন ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে সুরাত আন্তর্জাতিক বিমানবন্দরে।
জানা গেছে, শনিবার দুপুরে গুজরাতের সুরাত আন্তর্জাতিক বিমানবন্দর আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে। আওয়াজ শুনে তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা শৌচালয় থেকে জওয়ানের দেহ উদ্ধার করে বলে খবর। ঘটনায় বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিজের বন্দুক থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান। তাঁর পেটে গুলি লাগে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর ২টো ১০ নাগাদ সুরাত বিমানবন্দরে আচমকাই গুলির আওয়াজ শোনা যায়। মৃত জওয়ানের নাম কিশান সিং। জয়পুরের বাসিন্দা ওই যুবক সুরাত বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। এদিন দুপুরে আচমকাই বিমানবন্দরের শৌচালয়ে চলে যান তিনি। সেখানে গিয়েই নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন।
মৃতের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গত কয়েকদিন ধরে ওই জওয়ানের মন ভাল ছিল না। মনে করা হচ্ছে পারিবারিক কোনও সমস্যায় ছিলেন তিনি। আচমকা তিনি এমন পদক্ষেপ নেবেন তা কেউ জানতেই পারেননি।
ঘটনার পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই দিনেদুপুরে বিমানবন্দরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তড়িঘড়ি বিমানবন্দরের ওই অংশ ঘিরে ফেলে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে জওয়ান আত্মঘাতী হল নাকি ভুলবশত বন্দুক থেকে গুলি ছুটল, সবকিছু জানার চেষ্টা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে সবটা স্পষ্ট হবে বলেই জানিয়েছেন তদন্তকারীরা।