শেষ আপডেট: 26th January 2025 21:17
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা সইফ আলি খানের বাড়িতে কি সেই রাতে শরিফুল ইসলামই ঢুকেছিল? নাকি অন্য কেউ? বিষয়টি ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।
জানা যাচ্ছে, অভিনেতার বাড়িতে সেই রাতে শরিফুল ইসলামের উপস্থিতি নিশ্চিত করতে ধৃত বাংলাদেশি যুবকের ১০টি আঙুলের ছাপ পাঠানো হয়েছিল ফরেন্সিক পরীক্ষাগারে। সূত্রের দাবি, মহারাষ্ট্র সিআইডি-র ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের জমা দেওয়া রিপোর্টে নাকি বলা হয়েছে, সেই রাতে সইফের বাড়ি থেকে পাওয়া ১৯টি নমুনার একটিও মিলছে না শরিফুলের সঙ্গে।
যদিও এই 'খবর', গুজব বলে দাবি করে মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ফরেন্সিক পরীক্ষা তাঁরাই করছেন এবং এ বিষয়ে এখনও চূড়ান্ত রিপোর্ট জানা যায়নি। স্বভাবতই, বিষয়টি নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।
স্বভাবতই, প্রশ্ন উঠতে শুরু করেছে যে সে রাতে সইফের বান্দ্রার আবাসনে ঢুকে পড়া ব্যক্তি কি তাহলে আদৌ শরিফুল? শরিফুলের বাবাও বাংলাদেশ থেকে দাবি করেছেন, পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি তাঁর ছেলে শরিফুল নন। বাংলাদেশ সরকারেরও দ্বারস্থ হয়েছেন তিনি।
১৬ জানুয়ারি রাতে হামলা হয় সইফ আলি খানের বাসভবনে। ছুরি নিয়ে আক্রমণ চালানো হয় অভিনেতার ওপর। যে ছুরি দিয়ে আঘাত করা হয়, তার একটা অংশ সইফের শরীরের ভিতরেই আটকেছিল। তার বাকি অংশের খোঁজ মেলে বান্দ্রার কাছের একটি নালা থেকে। তদন্তে নেমে গত ১৮ জানুয়ারি মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা ঠাণে এলাকার এক শ্রমিক বসতি থেকে গ্রেফতার করে শরিফুলকে। অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নিমাণের সময় উদ্ধার হয়েছিল ছুরির ওই বাকি অংশটি।