শেষ আপডেট: 31st July 2024 09:12
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ভূ-খণ্ডের মধ্যেই ৪০০ মিটার দীর্ঘ ব্রিজ বানিয়ে ফেলেছে চিন! শুধু তাই নয়, তা দিয়ে যান চলাচলও করছে। সম্প্রতি এমনই ছবি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। লাদাখের প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ জুড়তে তৈরি হয়েছে এই কংক্রিটের ব্রিজ। স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তার ইস্যুতে আবার প্রশ্ন উঠে গেছে।
২০২০ সালের জুন মাসে প্যাংগং হ্রদের কাছে গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের সেনার সংঘর্ষ হয়েছিল। তারপর থেকেই দুই দেশের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। শোনা গেছিল, এই ঘটনার পরই প্যাংগং হ্রদের কাছে ব্রিজ বানানোর প্রস্তুতি শুরু করে চিন। বর্তমানে সেই ব্রিজ সম্পূর্ণ তৈরি বলেই অন্তত ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তরফেই এই চিত্র প্রকাশ করা হয়েছে।
চিনের তরফে কখনই এই ব্রিজ বানানোর বিষয়টি স্বীকার করা হয়নি। তবে যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে ব্রিজের বিষয়টি অস্বীকার করাই যায় না। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, ব্রিজের ওপর দিয়ে যান চলাচল করছে! জানা গেছে, এই ব্রিজটি লাদাখের সঙ্গে চিনের মূল ভূখণ্ডের ৫০ থেকে ১০০ কিমি দূরত্ব কমিয়েছে দিয়েছে। ফলে ভবিষ্যতে আবার যদি ভারতীয় সেনার সঙ্গে লাল ফৌজের সংঘাত হয় তাহলে বড় অ্যাডভান্টেজ পাবে চিন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ব্রিজ তৈরি করে চিন আদতে লাদাখকে আরও কবজা করতে চায়। নতুন সেতুর মাধ্যমে খুব তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম আনা সম্ভব, ভারতের তরফে কোনও বিপদ বুঝলে দ্রুত ব্যাকআপ টিম ডাকাও সহজ হয়ে গেছে তাদের পক্ষে। স্বাভাবিকভাবেই এই নতুন ব্রিজ ভারতের চিন্তা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।
এমনিতে বর্তমানে জম্মু-কাশ্মীরে জঙ্গি তৎপরতা বাড়ছে। বিগত কয়েক মাসে একাধিক জওয়ান শহিদ হয়েছেন উপত্যকায়। দেশের সেনাবাহিনী প্রতিদিনই সেখানে কোনও না কোনও হামলার সম্মুখিন হচ্ছে। এরই মাঝে লাদাখের এই ব্রিজের খবর নতুন করে চিন্তা বাড়িয়েছে নয়াদিল্লির। ভবিষ্যতে কি চিন-পাকিস্তান এক হয়ে কোনও হামলার পরিকল্পনা করবে, উঠছে এই প্রশ্নও।