শেষ আপডেট: 22nd June 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: রামমন্দির উদ্বোধনের বর্ষপূর্তি আর দেখা হল না। ৮৬ বছর বয়সে প্রয়াত রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রধান পুরোহিত আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত। চলতি বছর জানুয়ারি মাসের ২২ তারিখ অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল। ঠিক পাঁচ মাসের মাথাতেই এল খারাপ খবর।
পরিবার সূত্রে খবর, দীর্ঘ সময় ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লক্ষ্মীকান্ত দীক্ষিত। শনিবার সকালে আচমকা তাঁর শরীর আরও খারাপ হয়। কিছু বুঝে ওঠার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বারাণসীর মণিকর্ণিকা ঘাটে পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হবে। এই মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মহারাষ্ট্রের সোলাপুর জেলার বাসিন্দা হলেও আচার্যের পরিবার দীর্ঘ সময় ধরেই বারাণসীতে বসবাস করে। কাশী ধামের অন্যতম প্রধান পুরোহিত ছিলেন লক্ষ্মীকান্ত। তবে রাম মন্দির উদ্বোধনের পর থেকেই লোকমুখে তাঁর পরিচিতি বেড়েছিল। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের পাশাপাশি কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধনী পুজোও করেছিলেন তিনি। এছাড়া দেশের একাধিক রাজপরিবারের পুজোর সঙ্গেও যুক্ত ছিলেন লক্ষ্মীকান্ত দীক্ষিত।
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ''তাঁর মৃত্যু সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। কাশী বিশ্বনাথ ধাম ও রাম মন্দির উদ্বোধনের দিনে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। লক্ষ্মীকান্ত দীক্ষিতজির মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত।'' তিনি একসময়ে বারাণসীর সাংবেদা কলেজে শিক্ষকতা করেছেন। সেই কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
देश के मूर्धन्य विद्वान और साङ्गवेद विद्यालय के यजुर्वेदाध्यापक लक्ष्मीकान्त दीक्षित जी के निधन का दुःखद समाचार मिला। दीक्षित जी काशी की विद्वत् परंपरा के यशपुरुष थे। काशी विश्वनाथ धाम और राम मंदिर के लोकार्पण पर्व पर मुझे उनका सान्निध्य मिला। उनका निधन समाज के लिए अपूरणीय क्षति…
— Narendra Modi (@narendramodi) June 22, 2024