আগামী ২২ মার্চ চেন্নাইতে যৌথ অ্যাকশন কমিটির উদ্বোধনী বৈঠকের আয়োজন করেছেন।
শেষ আপডেট: 7th March 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ সহ ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীকে লোকসভার আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোট শরিকদল ডিএমকে-র প্রধান এমকে স্ট্যালিন। শুক্রবার ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও এই আন্দোলনে যৌথ অ্যাকশন কমিটি গঠনের আর্জি জানিয়েছেন। সকলকে সতর্ক করে দিয়ে বলেছেন, আসন্ন আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকার আমাদের মতো রাজ্য, যারা দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, চিরস্থায়ীভাবে তাদের অধিকার খর্ব করে দিতে পারে।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় লেখা মুখ্যমন্ত্রীদের উদ্দেশে ওই চিঠিতে অসংখ্য অভিযোগ তুলে ধরেছেন তামিল মুখ্যমন্ত্রী। কেন্দ্র বিরোধী লড়াইয়ে যৌথ অ্যাকশন কমিটি গঠনের ডাক দিয়ে তামিলনাড়ু সহ কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। যে রাজ্যগুলি সফলভাবে জন্মহার নিয়ন্ত্রণ করেছে, তাদের বিরুদ্ধেই লোকসভার আসন পুনর্বিন্যাসকে হাতিয়ার করা হচ্ছে।
স্ট্যালিন লিখেছেন, আগামী জনগণনা অনুযায়ী যদি আসন পুনর্বিন্যাস করা হয় তাহলে যে রাজ্য অত্যন্ত সুচারুভাবে জন্মহার নিয়ন্ত্রণ করেছিল তাদেরই খাঁড়ার মুখে পড়তে হবে। যে সভায় জাতীয় নীতি রূপায়ণ এবং আইন তৈরি হয়, সেখানে প্রতিনিধিত্ব কমে যাবে। তিনি এ বিষয়ে দুটি পদ্ধতির দৃষ্টান্ত দিয়েছেন তিনি। প্রথমত, চলতি ৫৪৩টি লোকসভা আসনের মধ্যেই জনসংখ্যার বিভাজন। অথবা দেশের নিম্নকক্ষের আসন সংখ্যা ৮০০ বা তার বেশি করে দেওয়া। এই দুই ক্ষেত্রেই সফলভাবে জন্মনিয়ন্ত্রণ করা রাজ্যগুলির আসন কমে যাবে, দাবি স্ট্যালিনের।
চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, আমি এখন আপনাদের কাছে দুটি নির্দিষ্ট অনুরোধ রাখতে চাই। আপনারা আনুষ্ঠানিকভাবে যৌথ অ্যাকশন কমিটিতে যোগ দিন এবং একজন প্রবীণ নেতাকে এই কমিটিতে পাঠিয়ে ঐক্যবদ্ধ কৌশল গ্রহণে হাত বাড়িয়ে দিন। প্রাথমিকভাবে তিনি আগামী ২২ মার্চ চেন্নাইতে যৌথ অ্যাকশন কমিটির উদ্বোধনী বৈঠকের আয়োজন করেছেন। যেখানে দলমতনির্বিশেষে নেতারা নিজ রাজ্যের মঙ্গলের জন্য শামিল হবেন। তিনি লিখেছেন, এই সমস্যা কেবলমাত্র তামিলনাড়ুর একার নয়। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষার জন্য।