শেষ আপডেট: 21st October 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: ভগবানের প্রতি তাঁর ভক্তির কথা সকলের জানা। বাড়ির পূজোই হোক বা মন্দির পরিদর্শন, তিনি যে ভগবানে বিশ্বাসী তা নিয়ে দ্বিমত নেই। জানেন কি অযোধ্যায় রাম জন্মভূমি নিয়ে বিতর্কিত মামলার শুনানি চলাকালীন প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
বিতর্কিত মামলার রায়দান একেবারেই সহজ ছিল না। মামলার শুনানি ও রায়দানের সময় তাঁর মনে কী চলছিল সে কথাই দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন ডিওয়াই চন্দ্রচূড়।
রবিবারই মহারাষ্ট্রের একটি অনুষ্ঠানে গিয়ে দেশের প্রধান বিচারপতি জানান, ‘কখনও কখনও এমন কিছু মামলা আমাদের সামনে আসে যার সমাধান বের করতে আমাদের হিমশিম খেতে হয়। অযোধ্যার ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।’
দেশের প্রধান বিচারপতি বলেন, ‘আমি প্রতিদিনই ভগবানের কাছে প্রার্থনা করতাম যেন এই জটিল সমস্যার সমাধান তিনি দ্রুত বের করে দেন। ঠিক মতো প্রার্থনা করলে মনের সব ইচ্ছে পূরণ হয়।’
এখানেই শেষ নয় প্রধান বিচারপতি বলেন, 'এটা যে আমাদের বাধ্য হয়েই করতে হবে, এমনটা একেবারেই নয়। বিশ্বজুড়ে শিল্প স্থাপনের কারণেই আমরা এমন ফলাফল ভোগ করছি। কিন্তু, তারপরও আমাদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে। যাতে আমাদের সমাজ সুরক্ষিত থাকে।
প্রধান বিচারপতির এমন মন্তব্যের পর তাঁকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা উদিত রাজ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,, ‘হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে গরিব মানুষ যাতে বিনামূল্যে বিচার পান তেমন কোনও প্রার্থনা যদি উনি করতেন ঈশ্বরের কাছে তাহলে সাধারণ মানুষ উপকৃত হতেন।’
मुख्य न्यायाधीश चंद्रचूड़ जी ने कहा अयोध्या मुद्दे के समाधान को भगवान से की थी प्रार्थना ।कुछ और मुद्दों पर प्रार्थना करते तो उसका भी समाधान हो जाता जैसे एक आम आदमी हाई कोर्ट और सुप्रीम कोर्ट से बिना पैसे के न्याय ले पाता । ED, CBI और IT का दुरपयोग बन्द हो जाता ।
— Dr. Udit Raj (@Dr_Uditraj) October 21, 2024
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের কাকা রামগোপাল প্রধান বিচারপতি সম্পর্কে কুকথা বলেন বলে অভিযোগ। এরপর চরম বিতর্ক শুরু হতেই বিতর্কের মুখে তিনি বলেন, 'আমার কাছে কেউ অযোধ্যা মামলা সম্পর্কিত কিছু জানতে চাননি। আমিও কিছু বলিনি।'
৭০ বছরেরও বেশি সময় ধরে আদালতে এই মামলা চলে। ২০১৯ সালে রাম জন্মভূমিকে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-সহ ৫ বিচারপতির বেঞ্চে নির্দেশ দেয়, বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের। মুঘল আমলে বাবরি মসজিদ অযোধ্যায় তৈরি হয়। হিন্দুদের দাবি রাম মন্দির ভেঙে এই মসজিদ তৈরি হয়েছিল।