শেষ আপডেট: 30th September 2024 12:58
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কড়া ভাষায় ভর্ৎসনা করলেন এক আইনজীবীকে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এটা কি কফিশপ! ইয়া...ইয়া করছেন কেন? ইয়েস বলুন। ইয়া...ইয়া শব্দে আমার অ্যালার্জি আছে। প্রসঙ্গত, আদালতে শুনানি চলাকালীন বিধিবদ্ধ ভাষা ছাড়া পথেঘাটে চলিত ভাষা ব্যবহার করা যায় না। আর তা শুনেই এজলাসে কড়া ভাষায় আইনজীবীর আচরণের সমালোচনা করেন প্রধান বিচারপতি।
২০১৮ সালের একটি আবেদনের শুনানিতে ওই আইনজীবী ছ’বছর আগের একটি মামলার উল্লেখ করে সওয়াল করছিলেন। তিনি জানান, ২০১৮ সালের একটি মামলায় এখন তিনি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে বিবাদী পক্ষ হিসাবে যুক্ত করতে চান। বিচারপতি চন্দ্রচূড় প্রশ্ন করেন, কোনও জনস্বার্থ মামলায় বিচারপতিকে কী ভাবে যুক্ত করা যেতে পারে? সংবিধানের ৩২ নম্বর ধারায় ওই ধরনের মামলা করা যায়। কিন্তু এ ক্ষেত্রে সেই ধারা প্রযুক্ত হচ্ছে না, মনে করিয়ে দেন প্রধান বিচারপতি। তার উত্তরেই ওই আইনজীবী বলেন ওঠেন, ইয়া...ইয়া।
তাই শুনেই প্রধান বিচারপতি আইনজীবীকে স্মরণ করিয়ে দেন, আপনি কি এটাকে কফি শপ ভেবে নিয়েছেন? ইয়া...ইয়া আবার কী? ইয়া...ইয়া শব্দের উপর আমার অ্যালার্জি আছে। এসব চলতে দেওয়া হবে না।