Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Bharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট Bharat Bandh: জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, সকাল থেকে শুরু পুলিশের ধরপাকড়, ধস্তাধস্তি-বচসাসন্ত্রাসে জিরো টলারেন্স, ব্রাজিল সফরে দ্বিমুখী নীতির বিরোধিতা মোদীর, নিশানায় পাকিস্তান-চীন!
Maoist leader Encounter Chhattisgarh

মাথার দাম ছিল ৪০ লক্ষ! আরও এক মাওবাদী শীর্ষনেতা খতম ছত্তীসগড়ে, সাফল্য নিরাপত্তাবাহিনীর

ছত্তীসগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর। চলছে চিরুনি তল্লাশি।
 

মাথার দাম ছিল ৪০ লক্ষ! আরও এক মাওবাদী শীর্ষনেতা খতম ছত্তীসগড়ে, সাফল্য নিরাপত্তাবাহিনীর

ফাইল ছবি

শেষ আপডেট: 5 June 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বিজাপুর (Chhattisgarh Bijapur) জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে মৃত্যু হল সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরের (Sudhakar)। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক সুধাকরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এই ঘটনার মাত্র এক মাস আগেই আরও এক শীর্ষ মাওবাদী নেতা নম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন। অর্থাৎ এক মাসের ব্যবধানে দুই শীর্ষ মাওবাদী নেতাকে নিকেশ করতে সক্ষম হল নিরাপত্তাবাহিনী।

বস্তার পুলিশের জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, ওই অঞ্চলে একাধিক শীর্ষ মাওবাদী নেতা লুকিয়ে রয়েছে বলে তথ্য এসেছেন। গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট খবরের ভিত্তিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG), স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং এলিট কোবরা ইউনিট (CoBRA)-র একটি যৌথ বাহিনী তল্লাশি অভিযানে নামে। তাতেই সাফল্য এসেছে।

গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, নিহত সুধাকর ছাড়াও ওই এলাকায় তেলঙ্গানা রাজ্য কমিটির সদস্য বন্দি প্রকাশ এবং দণ্ডকারণ্য স্পেশ্যাল জোনাল কমিটির সদস্য পাপ্পা রাও ওই এলাকায় লুকিয়ে ছিলেন। পুলিশ বলছে, এলাকাটি দীর্ঘদিন ধরেই মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। আর যাকে নিকেশ করা হয়েছে সেই সুধাকরের মাথার দাম ছিল কয়েক লক্ষ।

তবে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান এখনও শেষ হয়নি। জানান হয়েছে, ওই অঞ্চলের জঙ্গলে এখনও চিরুনি তল্লাশি চলছে। প্রাথমিক রিপোর্টে অনুমান, আরও কিছু মাওবাদী আহত কিংবা নিহত হয়ে থাকতে পারেন। তবে তা এখনই সরকারি ভাবে নিশ্চিত করা যায়নি।


ভিডিও স্টোরি