ছত্তীসগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর। চলছে চিরুনি তল্লাশি।
ফাইল ছবি
শেষ আপডেট: 5 June 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বিজাপুর (Chhattisgarh Bijapur) জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে মৃত্যু হল সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরের (Sudhakar)। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক সুধাকরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এই ঘটনার মাত্র এক মাস আগেই আরও এক শীর্ষ মাওবাদী নেতা নম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন। অর্থাৎ এক মাসের ব্যবধানে দুই শীর্ষ মাওবাদী নেতাকে নিকেশ করতে সক্ষম হল নিরাপত্তাবাহিনী।
বস্তার পুলিশের জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, ওই অঞ্চলে একাধিক শীর্ষ মাওবাদী নেতা লুকিয়ে রয়েছে বলে তথ্য এসেছেন। গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট খবরের ভিত্তিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG), স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং এলিট কোবরা ইউনিট (CoBRA)-র একটি যৌথ বাহিনী তল্লাশি অভিযানে নামে। তাতেই সাফল্য এসেছে।
গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, নিহত সুধাকর ছাড়াও ওই এলাকায় তেলঙ্গানা রাজ্য কমিটির সদস্য বন্দি প্রকাশ এবং দণ্ডকারণ্য স্পেশ্যাল জোনাল কমিটির সদস্য পাপ্পা রাও ওই এলাকায় লুকিয়ে ছিলেন। পুলিশ বলছে, এলাকাটি দীর্ঘদিন ধরেই মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। আর যাকে নিকেশ করা হয়েছে সেই সুধাকরের মাথার দাম ছিল কয়েক লক্ষ।
তবে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান এখনও শেষ হয়নি। জানান হয়েছে, ওই অঞ্চলের জঙ্গলে এখনও চিরুনি তল্লাশি চলছে। প্রাথমিক রিপোর্টে অনুমান, আরও কিছু মাওবাদী আহত কিংবা নিহত হয়ে থাকতে পারেন। তবে তা এখনই সরকারি ভাবে নিশ্চিত করা যায়নি।