শেষ আপডেট: 15th September 2024 16:56
দ্য ওয়াল ব্যুরো: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় রেলের। এবার অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ছত্তীসগড় এক্সপ্রেস।
শনিবার ট্রেনটি পাঞ্জাবের অমৃতসর থেকে মধ্যপ্রদেশের বিলাসপুরের দিকে ১৩০ কিলোমিটার বেগে ছুটে আসছিল। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে মধ্যপ্রদেশের হেতমপুর ও রাজস্থানের ঢোলপুর স্টেশনের কাছে বসে যায় রেললাইন। বিষয়টি স্বাভাবিকভাবেই নজর এড়িয়ে যায় চালকের। এরপর ক্ষতিগ্রস্ত লাইনের উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই হেলে পড়ে ট্রেনটি। কিন্তু আচমকা ঝাঁকুনি অনুভব করতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
যাত্রীদের অভিযোগ, “ট্রেনটি এদিন প্রথম দিকে ঠিকঠাক চললেও আচমকা প্রবল ঝাঁকুনি অনুভব করি। কিছুক্ষণের মধ্যেই থেমে যায় ট্রেন। পরে বাইরে বেরিয়ে দেখি লাইন বসে যাওয়ার কারণে হেলে পড়েছে ট্রেনটি।”
যদিও বিষয়টি প্রথমে নজরে আসে এক রেলকর্মীরই। তিনিই মোরেনার স্টেশন মাস্টারকে তড়িঘড়ি পুরো বিষয়টি জানান। এরপর এক মুহূর্ত সময় নষ্ট না করে যোগাযোগ করা হয় এক্সপ্রেসের চালকের সঙ্গে। খবর কানে আসা মাত্রই ব্রেক কষে ট্রেনটিকে থামিয়ে দেন চালক।
বরাতজোরে বড় দুর্ঘটনা এড়ালেও ট্রেনটির একাধিক বগি হেলে পড়ে। কিছুক্ষণ পর খবর পেয়েই রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছলেও ট্রেন চলাচল স্বাভাবিক করতে দেড় ঘণ্টার বেশি সময় পেরিয়ে যায়।
রেলের ইঞ্জিনিয়াররা জানান, লাগাতার বৃষ্টির কারণেই রেল লাইনের নীচের মাটি সরে গিয়ে প্রায় ৬ ফুটের গর্ত তৈরি হয়েছিল। আপাতত সেই গর্ত বুজিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। কিন্তু ঘটনার পর ওই এলাকায় ট্রেনের গতিবেগ নিয়ন্ত্রণ করা হয়েছে। রেলের নির্দেশ, ওই এলাকায় ২০ কিলোমিটারের বেশি গতিতে ট্রেন চলাচল করতে পারবে না।