শেষ আপডেট: 6th November 2024 20:22
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির কিছুদিন আগে থেকেই দূষণের মাত্রা ছাড়িয়েছিল রাজধানীতে। দীপাবলির পরে যার পরিস্থিতি দাঁড়ায় ভয়ঙ্কর। এমন অবস্থায় যমুনায় ফেনা দেখা দিতে শুরু করে। ছট পুজোয় যাতে কেউ এই নদীতে না নামে তার জন্য সতর্কও করা হয়। কিন্তু ওই যে, বিশ্বাসে মিলায় বস্তু। কোনও এক বিশ্বাসে ভর করেই যমুনায় নেমে পড়লেন ছট ব্রতীরা। যমুনার সেই চিত্র দেখে ভয়ে চিকিৎসকমহল। এখানেই শেষ নয়, বিষাক্ত ফেনাকে শ্যাম্পু ভেবে যমুনার জলে ফেনা দিয়ে স্নানও করে নিলেন এক প্রৌঢ়া। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ছট পুজোয় জলে নেমে নির্দিষ্ট কিছু রীতি পালন করতে হয়। প্রতিবছরই দিল্লির ছবি সংবাদমাধ্যমে ঘোরাফেরা করে। কারণ, ফেনায় দাঁড়িয়ে পুজার্চনা করতে দেখা যায় সকলকে। এই ফেনা আর কিছু নয়, দূষণের ফলে হওয়া বিষাক্ত ফেনা। যার পরিমাণ যমুনায় চলতি বছর দ্বিগুনেরও বেশি। হাঁটু ছাড়িয়ে ফেনা ভেসে বেড়াচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতি দেখার পরিবেশবিদরা সাবধান করেছিলেন সকলকে। দিল্লি হাইকোর্টের তরফে একটি সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়েছিল। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে যমুনায় নামতে নিষেধ করা হয়েছিল।
কিন্তু হাইকোর্টের সতর্কতা তোয়াক্কা না করেই ছটে যমুনায় নামলেন বহু মানুষ। তাদের মধ্যে একজন প্রৌঢ়া ফেনাকে শ্যাম্পু ভেবে মাথা ঘষে স্নানও করলেন। জোরো নামের একজন সেই ভিডিও পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। কার্যত ক্ষোভ উগরে দিয়ে লেখেন, 'আমি আবারও বলছি, প্রত্যেক মানুষের ন্যূনতম শিক্ষা প্রয়োজন। দেখুন, এখানে এই কাকিমা কেমন এই বিষাক্ত ফেনাকে শ্যাম্পু ভেবে বসলেন। দিল্লির যমুনা নদীর ছবি, ছট পুজোয়।'
I’m saying it again, Basic education is necessary for everyone.
— ZORO (@BroominsKaBaap) November 5, 2024
Look at how this Aunty is washing her hairs thinking that foam is shampoo !!
???? Chhath Puja scenes from Yamuna River, Delhi pic.twitter.com/3d4uwZXBZW
এই পোস্টের কমেন্টে নেটিজেনরা নিজেদের মতামত দেন। বহু মানুষ পোস্টদাতার মতামতকে সমর্থন করেন। বহু মানুষ সচেতনতা বাড়ানোর পরামর্শও দেন। ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।