শেষ আপডেট: 22nd September 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ে গায়ে ইলেক্ট্রিকের তার জড়িয়ে আত্মঘাতী তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। অতিরিক্ত কাজের চাপেই চরম সিদ্ধান্ত বলে মনে করছে পুলিশ।
তামিলনাড়ুর থেনি জেলার বাসিন্দা বয়স ৩৮ এর কার্তিকেয়ান চাকরি সূত্রে থাকতেন চেন্নাইয়ে। সেখানে তাঁর সঙ্গে থাকতেন স্ত্রী ও দুই সন্তান। ১৫ বছর ধরে তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার তাঁর স্ত্রী কে জয়ারানি দুই সন্তানকে নিয়ে থিরুনাল্লুর মন্দিরের উদ্দেশে বেরিয়ে পড়েন। যাওয়ার পথে মায়ের কাছে রেখে যান দু'জনকে। বৃহস্পতিবার ফেরেন চেন্নাইয়ে। ফিরে দরজা ধাক্কা দিলে কেউ না খোলায় নিজের কাছে থাকা একটি চাবি দিয়ে ভিতরে ঢোকেন। দেখতে পান ইলেক্ট্রিকের তার জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন কার্তিকেয়ান।
পুলিশকে খবর দেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জানা যায়, বেশ কিছুদিন ধরেই অতিরিক্ত কাজের চাপ নিয়ে অভিযোগ করছিলেন ব্যক্তি। গত ২ মাস ধরে ডিপ্রেশনেও ছিলেন।
সম্প্রতি ইওয়াই-এ কর্মরত পুনের আনা সেবাস্তিয়ান পেরাইলের মৃত্যু হইচই ফেলে দেয় দেশে। সেই ঘটনা সপ্তাহ পেরনোর আগেই ফের কাজের চাপে মৃত্যু। প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কাজের জায়গায় কর্মচারীর সুরক্ষা ও মানসিক স্বাস্থ্য নিয়ে যেকোনও সংস্থার পদক্ষেপ নিয়েও চর্চা চলছে।