শেষ আপডেট: 14th March 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের (Chennai) চিকিৎসকের (Doctor) গোটা পরিবারের মৃত্যুর কারণ হিসাবে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল পুলিশ। সূত্রের খবর, সম্প্রতি বড় অঙ্কের টাকা লোকসান (Financial Loss) হয়েছিল চিকিৎসকের। সেই পরিমাণ ৫ কোটি টাকার মতো। ঋণের দায়ে জর্জরিত হয়েই এমন পদক্ষেপ নিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের আন্নানগরে চিকিৎসক পরিবারের একইসঙ্গে চারজনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্বামী-স্ত্রী এবং তাঁদের দুই ছেলে একসঙ্গেই থাকতেন। পেশায় চিকিৎসক বালামুরুগান এবং তাঁর স্ত্রী আইনজীবী, নাম সুমতি। দম্পতির দুই ছেলে যশবন্ত কুমার নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এবং লিঙ্গেস কুমার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল বলে খবর। দু'টি আলাদা ঘর থেকে চারজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
বালামুরুগানের চেন্নাইতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ছিল। সম্প্রতি বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন তিনি হয়েছিলেন বলে খবর। যে কারণেই তাঁর উপর প্রচুর ঋণ ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যন্ত্রণার হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নেন তাঁরা। দেনার দায় চেপে বসে পরিবারের উপর।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ দায়ের হয়নি। বালামুরুগানের ব্যবসার আয়ব্যয়ের সব হিসাব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেখান থেকেই ৫ কোটি টাকার বিষয়টি সামনে আসে বলে খবর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বালামুরুগানের গাড়ির চালক বাড়িতে এসে ডাকাডাকি করলে ভিতর থেকে কেউ সাড়া না দেওয়ায় তাঁর সন্দেহ হয়। এরপরই তিনি সময় নষ্ট না করে পুলিশ ডাকেন। পুলিশ এসে দরজা ভেঙে চারজনের দেহ উদ্ধার করে। তাঁদের অনুমান, প্রথমে দুই সন্তানকে খুন করে বাবা-মা আত্মঘাতী হয়েছেন।