শেষ আপডেট: 24th October 2024 19:27
দ্য ওয়াল ব্যুরো: সিনেপ্রেমীদের কাছে 'ব্রেকিং ব্যাড' নামটি অত্যন্ত পরিচিত। বিশ্বের সেরা সিরিজ হিসেবে এর নাম উঠে আসে। সেই সিরিজের গল্পই এবার বাস্তবের রূপ নিল! ড্রাগ বানানোর জন্য ভাড়া করা হল কেমিস্ট্রির ছাত্রকে। তবে সিরিজের মতো বেশি সময় ধরে লাভ করতে পারল না কেউই। অল্প সময়ের মধ্যেই গ্রেফতার হল ৭।
'ব্রেকিং ব্যাড' যেন গুলে খেয়েছিল এরা। একই কায়দায় ল্যাবরেটরি থেকে শুরু করে সমস্তা সেটআপ বানিয়েছিল। শুধু দরকার ছিল একজন 'কুক'। তার জন্যই কেমিস্ট্রির এক ছাত্রকে পাকড়াও করেছিল। সেই হয়ে উঠেছিল তাঁদের বাস্তবের 'ওয়াল্টার হোয়াইট'। কিন্তু শেষমেশ সকলেই ধরা পড়ল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। গোপন সূত্রে খবর পেয়ে যুবকদের ডেরায় হানা দিয়েছিল চেন্নাই পুলিশ।
যাদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে ৫ জন ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট, একজন পোস্ট গ্র্যাজুয়েট এবং একজন কেমিস্ট্রি নিয়ে পড়ছে। এই ছাত্রের গোল্ড মেডেলও রয়েছে! এই ছাত্রকেই বাকিরা ভাড়া করেছিল 'মেথ' বানানোর জন্য। আগে থেকেই বিভিন্ন এলাকায় ড্রাগ বিক্রি করত তারা। কিন্তু 'বিশেষ কিছু' করার লোভে এই ছাত্রকে দলে টানে দলটি। তবে কলেজ স্টুডেন্টরা কীভাবে ড্রাগ পেত?
পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, অরুণ কুমার নামে এক ব্যক্তির থেকে বিক্রির জন্য অল্প অল্প করে ড্রাগ নিত এই যুবকরা। সেইগুলিই এলাকায় এলাকায় ছড়িয়ে দিত তারা। কিন্তু আচমকাই নিজেদের ড্রাগ বানানোর ইচ্ছে হয় তাদের! এই প্রেক্ষিতেই প্ল্যান করে ওই কেমিস্ট্রি ছাত্রকে দলে টানে তারা। পুলিশি তল্লাশিতে তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন এবং ২৪৫ গ্রাম মেথ পাওয়া গেছে।