মামলাকারীর স্বামীর পাল্টা দাবি, তাঁর স্ত্রী ও ভাইয়ের সম্পর্ক ছিল। পরিবারের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন অন্যায় কাজ করেছেন।
ছত্তিশগড় হাইকোর্ট (ছবি-গুগল)
শেষ আপডেট: 20 May 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের কয়েক বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয় দম্পতির। অভিযোগ, পরকীয়ায় জড়িয়েছিলেন স্ত্রী। এরপরই মাসে কুড়ি হাজার টাকা খোরপোষের দাবিতে ছত্তিসগড় হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। সেই মামলা খারিজ করেই আদালত জানিয়ে দেয়, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকলে স্বামী খোরপোষ দিতে বাধ্য নন।
মামলাকারীর পিটিশনে উল্লেখ করা হয়েছিল, ২০১৯ সালে হিন্দু রীতি অনুসারে ছত্তিসগড়ের দম্পতি বিয়ে করেছিলেন। প্রথম কয়েকটা বছর ভালই কাটছিল। এরপর অন্য সম্পর্কে জড়িত থাকার সন্দেহে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর নির্যাতন শুরু করেন। ২০২১ সালের মার্চ মাসে তিনি স্বামীকে ছেড়ে অন্যত্র গিয়ে থাকছিলেন। ওই মাসেই বিবাহবিচ্ছেদের আবেদন করেন। ২০২৩ সালে দুজনে আইনিভাবে আলাদা হন। সেই বছরের নভেম্বরেই আদালতে ভরণপোষণের জন্য আবেদন করেন ওই মহিলা।
মামলাকারী প্রতি মাসে ২০ হাজার টাকা খোরপোষের দাবি করে আদালতে জানিয়েছিলেন, তাঁর স্বামী মাসে এক লক্ষ টাকা রোজগার করেন। আয়ের উৎস একাধিক। ২৫ হাজার টাকা বেতনের চাকরি, মাসিক ভাড়া পান ৩৫ হাজার টাকা এবং চাষের জমি থেকে ৪০ হাজার টাকা আয় করেন।
এর বিরোধিতা করে মামলাকারীর স্বামীর পাল্টা দাবি, তাঁর স্ত্রী ও ভাইয়ের সম্পর্ক ছিল। পরিবারের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন অন্যায় কাজ করেছেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তুমুল অশান্তি হয়। এমনকি হঠাৎ একদিন কাউকে না জানিয়েই স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান বলেও অভিযোগ করেন। তিনি আরও বলেছিলেন, মাসে ১৭ হাজার ১৩১ টাকা আয় করেন। এর বাইরে আর কোনও উৎস থেকে টাকা আসে না।
নিম্ন আদালতে স্ত্রীর পরকীয়া প্রমাণিত হয়েছে, জানিয়েছেন ওই ব্যক্তি। মামলাকারীর আইনজীবী বলেন, 'উভয় পক্ষই ২০২১ সাল থেকে আলাদা থাকছেন। স্বামী শিকার করেছেন যে তাঁর স্ত্রী নিজের দাদা-বৌদির সঙ্গে থাকেন। এর থেকেই প্রমাণিত হয় তাঁর মক্কেল কোনও সম্পর্ক নেই।' যদিও হাইকোর্ট এই যুক্তি মানতে চায়নি।
মামলাকারীর আবেদন খারিজ করে বিচারপতি জানান, পারিবারিক আদালত তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রমাণিত। সেই নির্দেশ অগ্রাহ্য করে অন্য রায় দেওয়া সম্ভব নয়। একইসঙ্গে ছত্তিসগড় হাইকোর্ট জানিয়ে দেয়, একজন বিবাহিত মহিলা অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে বিবাহ বিচ্ছেদের পর স্বামীর থেকে খোরপোষ দাবি করতে পারেন না।