শেষ আপডেট: 11th January 2025 14:19
দ্য ওয়াল ব্যুরো: মলে গেছিলেন শপিং করতে। কিন্তু কিছু কেনা তো দূর, উল্টে মার খেতে হল মহিলাকে! না, কারও সঙ্গে কোনও ঝামেলা হয়নি বা কেউ হেনস্থা করেনি। এক বাঁদরের তাণ্ডবে প্রাণ ওষ্ঠাগত হয়েছে তাঁর। উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক শপিং মলে ঘটেছে এই ঘটনা।
ঝাঁসির সিটি কার মলে কার্যত হইচই ফেলে দিয়েছিল এই বাঁদর। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রথম একজনের কাঁধে করে ঘুরছিল বাঁদরটি। তারপর আচমকাই এক মহিলাকে আক্রমণ করে সে। মহিলাটি ভয়ে মুখ ঢেকে বসে পড়েন। তখন তাঁর ঘাড়ে উঠে বসে পড়ে বাঁদরটি। আচমকা মারধর করে, চুল টেনেও ধরে। তারপর মহিলার জুতোও টেনে ছিঁড়ে নেয় সে।
বাঁদরটিকে সরাতে কেউ কেউ এগিয়ে আসে। কলার লোভও দেখানো হয়। কয়েক মুহূর্তের জন্য সে মহিলাটিকে ছেড়ে দিলেও আবার তাঁর ঘাড়ের ওপর বসে পড়ে। তবে বাঁদরটিকে টেনে সরানোর সময়ে সে মহিলার পা থেকে জুতো খুলে নেয়। তারপর কম্বল চাপা দিয়ে বাঁদরটি ধরার চেষ্টা করেন অনেকে। কিন্তু তাঁদের চেষ্টা বৃথাই যায়।
ઉત્તર પ્રદેશમાં મોલમાં કપિરાજની એન્ટ્રીથી મચી અફરાતફરી, વીડિયો વાયરલ#UttarPradesh #UttarPradeshMall #mall #viralvideo #monkey #monkeyattack #vtvgujarati
— VTV Gujarati News and Beyond (@VtvGujarati) January 11, 2025
Video Source : Social Media / X pic.twitter.com/ZQHKUFSe4u
শপিং মলের মধ্যে বাঁদরটি কোথা থেকে এল তা অবশ্য জানা যায়নি। কারও পষ্য নাকি এমনই সে ঢুকে পড়েছিল, সে ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে বাঁদরটিকে ধরতে গিয়ে বাকি সকলের কার্যত কালঘাম ছুটে গেছে। কম্বল দিয়ে তাকে লাগাতার চেষ্টা হলেও সে বাগে আসেনি।