শেষ আপডেট: 16th October 2024 11:39
দ্য ওয়াল ব্যুরো: মসজিদের ভিতরে 'জয় শ্রী রাম' স্লোগান তোলার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের দায়ের করা ফৌজদারি মামলা বাতিল করল কর্নাটক হাইকোর্ট।
মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি এম নাগপ্রসন্নের নেতৃত্বাধীন বেঞ্চ উল্লেখ করে, 'জয় শ্রী রাম' স্লোগান তোলা কীভাবে কোনও সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা বোধগম্য নয়।
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাতে একটি মসজিদের ভিতরে ঢুকে জয় শ্রী রাম স্লোগান দিয়েছিলেন অভিযু্ক্তরা। হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁদের বিরুদ্ধে। এর পরেই তাঁদের হেফাজতে নেয় পুলিশ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয় তাঁদের বিরুদ্ধে।
এর পরেই অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলিকে চ্যালেঞ্জ করে কর্নাটক হাইকোর্টে একটি আপিল করে। তারই শুনানিতে অভিযোগ নাকচ করল আদালত।
কর্নাটক আদালত রায় দেওয়ার সময়ে উল্লেখ করেছে, যে মামলার অভিযোগকারী নিজেই বলেছেন যে হিন্দু ও মুসলমানরা সংশ্লিষ্ট এলাকায় সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। সেক্ষেত্রে জয় শ্রী রামে সমস্যা কোথায়? অভিযুক্তদের শাস্তির পক্ষে সওয়াল করলে, তা আইনের অপব্যবহার করা হয়।