শেষ আপডেট: 27th September 2024 21:06
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কের মাঝে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে বোমা ফাটিয়েছিলেন ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি জগন মোহন রেড্ডি। জগণের অভিযোগ, চন্দ্রবাবুর সরকার নোটিস জারি করে তিরুমালায় তাঁকে এবং দলের নেতাদের মন্দির দর্শনের কোনও অনুমতি দেয়নি। এবার জগণের অভিযোগকে ‘মিথ্যা’ বলে পাল্টা দাবি টিডিপি প্রধানের।
শুক্রবার জগনের অভিযোগের পাল্টা চন্দ্রবাবুর অভিযোগ, তাঁদের মন্দির দর্শনে কোনওভাবেই বাধা দেওয়া হয়নি। ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি যে নোটিসের কথা বলছেন তা পুরোপুরি মিথ্যা। সাহস থাকলে নোটিসটি অবিলম্বে সবার সামনে আনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
জগনকে চন্দ্রবাবুর সরাসরি প্রশ্ন, কে আপনাদের মন্দিরে যেতে বাধা দিয়েছে? দয়া করে মিথ্যা অপপ্রচার বন্ধ করুন।
শনিবার তিরুপতি মন্দিরে যাওয়ার কথা ছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রেড্ডির। কিন্তু অভিযোগ তাঁকে আটকাতে একেবারে ময়দানে নেমে পড়েন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু। জগন ও তার দলের নেতাদের তিরুপতি মন্দিরে আসতে নিষেধ করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। জারি করা হয় নোটিসও। এরপর ওয়াইএসআর কংগ্রেসের একাধিক নেতাকে গৃহবন্দী করা হয় বলে খবর। যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জগন।
শুক্রবার সেই মন্তব্যের পাল্টা দিয়ে জগনকেই ‘মিথ্যাবাদী’ কটাক্ষ চন্দ্রবাবুর। প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে জগন সরকারের আমলে তিরুমালার তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদে গরুর চর্বি মেশানোর অভিযোগ তুলেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। পরে সেই রিপোর্ট সামনে আসতেই শুরু হয় জোর বিতর্ক। লাড্ডুতে ব্যবহার করা ঘি-তে মাংসের চর্বি ও মাছের তেল পাওয়া যায়। এমনকী মেলে শুয়োরের চর্বিও।
পুরো ঘটনায় চন্দ্রবাবু নাইডুকে ‘মিথ্যাবাদী’ কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছিলেন ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি। এবার জগনকে পাল্টা দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।