শেষ আপডেট: 14th November 2024 09:49
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে অন্ধ্রপ্রদেশে প্রধান বিরোধী দল জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নির্দেশ মেগা অভিযানে নেমেছে অন্ধ্র পুলিশের সাইবার সিকিউরিটি সেল, গত জুনে বিধানসভা ভোটের মাস দুই আগে যেটির উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জগন। তখনকার বিরোধী দল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি সেল চালুর পরই অভিযোগ তুলেছিল পুলিশের সাইবার সেলের কাজ হয়ে গিয়েছে, টিডিপিকে নিশানা করা। পালাবদলের পর সেই কথাই শোনা যাচ্ছে জগনের দলের মুখে।
অন্ধ্রপ্রদেশ পুলিশ সূত্রের খবর, ছয় দিনে রাজ্যে ৬৮০ জনকে নোটিস ধরিয়েছে তারা। নোটিস প্রাপকেরা সকলেই জগন মোহনের দল ওয়াইএসআর কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থক। বেশ কয়েকজন আছেন দলের আইটি সেলের কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, ১৪৭ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪৭ জনকে।
ওয়াকিবহাল মহলের মতে, দেশে কোনও একটি রাজ্যে এক-দু’দিনের মধ্যে একটি মাত্র দলের ৬৮০জনকে নোটিস ধরানোর নজির নেই। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। মূল অভিযোগ, অভিযুক্তরার তেলুগু দেশম পার্টির নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদদের সম্পর্কে আপত্তিজনক পোস্ট দিয়েছেন সমাজমাধ্যমে।
এমনকী নিশানা করা হয়েছে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু ও তাঁর স্ত্রী’কেও। আক্রান্তের তালিকায় আছেন স্বরাষ্ট্র-সহ একাধিক দফতরের মন্ত্রী ও তাঁদের স্ত্রী-পুত্ররা। অশ্লীল, অসংসদীয় শব্দ ব্যবহার করা হয়েছে রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। পুলিশ মামলায় বলেছে, এরফলে সমাজে বিভেদ, অশান্তি তৈরি হয়েছে। অভিযুক্তদের বেশ কয়েকজন ইউটিউবার এবং ওয়াইএসআর কংগ্রেসে পদাধিকারী।