শেষ আপডেট: 12th June 2024 10:37
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থবারের জন্য বুধবার শপথ নেবেন তুলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। এর আগে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
বুধবার বেলা ১১’টা ২৭ মিনিটে রাজধানী অমরাবতীর তথ্যপ্রযুক্তি পার্কে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করবেন চন্দ্রবাবু। তেলুগু নেতা বরাবর পঞ্জিকা মেনে পা ফেলেন। পঞ্জিকা মতে, ওই সময়টিই বুধবার সবচেয়ে শুভ সময়।
এদিকে, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা প্রমুখ উপস্থিত থাকবেন। শাহ মঙ্গলবার রাতেই অমরাবতী পৌঁছে গিয়ে চন্দ্রবাবুর সঙ্গে একান্তে বৈঠক করেন। লোকসভার স্পিকার পদ নিয়ে বিজেপি ও টিডিপির মধ্যে দড়ি টানাটানির পুরোপুরি অবসান হয়নি। যদিও আর্থিক প্যাকেজ দিয়ে চন্দ্রবাবু এবং নীতীশ কুমারকে সন্তুষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে। নীতীশের দল জনতা দল ইউনাইটেডও স্পিকার পদের দাবিদার। ওই দলের সাংসদ হরিবংশ যদিও বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান।
চন্দ্রবাবুর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও গোটা টিম-মোদী’র হাজির থাকার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রে মন্ত্রিসভা গঠিত হলেও টিডিপি’র সঙ্গে পুরোপুরি বোঝাপড়া গড়ে তোলা যায়নি। স্বভাবতই চন্দ্রবাবুকে গোড়া থেকেই খুশি রাখতে চাইছেন মোদী-শাহরা।
শপথ অনুষ্ঠানে সাধারণভাবে ভাষণ দেওয়ার সুযোগ নেই। তবে রাজনৈতিক মহল মনে করছে, শপথ শেষে চন্দ্রবাবুকে সামনে রেখে প্রধানমন্ত্রী বুধবার জোট বার্তা দিতে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করতে পারেন। কারণ, সামনেই লোকসভার অধিবেশন শুরু হতে যাচ্ছে। তার আগে স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে চলতি সমস্যার সমাধান করতে হবে সরকারকে।