মাত্র ৩ বছর বয়সে অ্যাসিড হামলার শিকার হয়েছিল কাফি। সে সময় তাঁর পরিবার থাকত হরিয়ানার হিসার জেলার বুধানা গ্রামে।
ফাইল ছবি
শেষ আপডেট: 14 May 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: অ্যাসিড ছুড়ে মুখের ক্ষতি (Acid Attack Survivor) করতে পেরেছে দুষ্কৃতীরা। নষ্ট করে দিতে পেরেছে চোখও। কিন্তু মনোবল এতটুকু ভাঙতে পারেনি। চণ্ডীগড়ের (Chandigarh) ১৭ বছরের কাফি এটাই প্রমাণ করে দিয়েছে। সম্প্রতি সিবিএসই-এর দ্বাদশ শ্রেণির ফলাফল (CBSE 12 Result) প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষাতেই তাক লাগিয়ে দিয়েছে কাফি। ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়ে স্কুলে টপ (School Topper) করেছে সে।
মাত্র ৩ বছর বয়সে অ্যাসিড হামলার শিকার হয়েছিল কাফি। সে সময় তাঁর পরিবার থাকত হরিয়ানার হিসার জেলার বুধানা গ্রামে। হিংসার জেরে কাফির তিন প্রতিবেশীই তাঁর গায়ে অ্যাসিড ছুড়ে মেরেছিল। এতে তাঁর মুখমণ্ডল তো বটেই, চোখ, হাত এবং শরীরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে দৃষ্টিশক্তিই হারিয়ে ফেলে কাফি। কিন্তু হারায়নি মনের জোর। আজ সিবিএসই-র পরীক্ষার ফল সেটাই প্রমাণ করে।
প্রথম প্রথম শুধু অডিও বুক শুনে পড়াশোনা করত সে। পরবর্তী সময়ে চণ্ডীগড়ের সেক্টর ২৬-এর বিশেষভাবে সক্ষমদের স্কুলে ভর্তি হয়েছিল কাফি। সেখান থেকেই দশম শ্রেণির পরীক্ষা দেয় এবং ৯৫.২ শতাংশ নম্বর পায়! দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও ফের কামাল করেছে কাফি। স্কুলের মধ্যে শীর্ষস্থান দখল করেছে সে। এক সংবাদমাধ্যমে কাফি জানিয়েছে, দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিল সে। কিন্তু ডাক্তাররা তাঁকে বাঁচাতে পারলেও দৃষ্টিশক্তি ফেরাতে পারেননি।
এদিকে কাফির বাবা স্বাভাবিকভাবেই মেয়ের সাফল্য খুশি। কিন্তু তাঁর আক্ষেপ, ২০১১ সালে সেই ঘটনার পর আজও অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি। তারা এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ তাঁর। যদিও কাফি আর অতীত নিয়ে ভাবতে চায় না। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা ভবিষ্যতে আইএএস অফিসার হতে চায় সে।