শেষ আপডেট: 4th September 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের জের। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কেন্দ্রীয় সরকার। হাসপাতালগুলির সুরক্ষায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিস্তারিতভাবে জানাতে হবে এই রিপোর্টে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অপূর্ব চন্দ্র বুধবারই সকলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ দিয়েছেন। হাসপাতালগুলিতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে হবে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের এই মর্মে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
গত ২৮ অগস্ট হাসপাতালগুলির সুরক্ষাবিধি নিয়ে একটি বৈঠক হয়েছিল। তাতে সকল রাজ্যের প্রতিনিধিরাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হয়েছিলেন। আরজি কর কাণ্ডের পর হাসপাতালগুলির সুরক্ষা নিয়ে সকলেই আরও বেশি করে উদ্বেগ প্রকাশ করেন। তারপরই একাধিক পরামর্শ দেওয়া হয়েছিল নিরাপত্তা ইস্যুতে। সেগুলি ঠিক ঠিক পালন করা হয়েছে কিনা এবার সেটাই জানতে চাইল কেন্দ্রীয় সরকার।
হাসপাতালগুলিতে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো থেকে শুরু করে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা রাখা, যাঁদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের পরিচয় সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করার মতো একাধিক পরামর্শ দিয়েছে কেন্দ্র। পাশাপাশি কোন কোন হাসপাতালে বেশি রোগী আসেন, কোথায় দ্রুত বেশি নিরাপত্তার প্রয়োজন, সেগুলিও জানাতে বলা হয়েছে। একই সঙ্গে, জরুরি বিভাগ, আইসিইউ, লেবার রুমের মতো বিভাগে আরও কড়া নিরাপত্তা রাখার কথাও বলা হয়েছে।
কলকাতার আরজি কর হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে তার আঁচ পড়েছে সারা দেশে। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের বিভিন্ন জায়গার ডাক্তার, স্বাস্থ্য কর্মীরা এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন, কর্মবিরতি করছেন। 'নো সেফটি, নো ডিউটি' স্লোগান তুলেই চলছে তাঁদের প্রতিবাদ। আরজি কর কাণ্ডের ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যে দেশজুড়ে হাসপাতালগুলির নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার।