শেষ আপডেট: 3rd August 2024 07:26
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক অতীতে জম্মু-কাশ্মীর-সহ পাকিস্তান সীমান্তে জঙ্গি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার
ঘটনায় সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল বিভিন্ন মহল থেকে। এমন পরিস্থিতিতে
বিএসএফ এর ডিরেক্টর জেনারেল নিতীন আগরওয়াল এবং তাঁর ডেপুটি স্পেশাল ডিজি (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে পদ থেকে অপসারণ করল কেন্দ্র।
শুধু তাই নয়, পদস্থ এই দুই অফিসারকে অবিলম্বে তাদের রাজ্য ক্যাডারে ফেরত পাঠানোর নির্দেশও শুক্রবার জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
গত বছরের জুনে বিএসএফ প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন নিতীন আগরওয়াল। তিনি ১৯৮৯-ব্যাচের কেরালা ক্যাডারের অফিসার। অন্যদিকে ওডিশা ক্যাডারের ১৯৯০ ব্যাচের অফিসার খুরানিয়া বিশেষ ডিজি (পশ্চিম) হিসাবে পাকিস্তান সীমান্তে বাহিনী গঠনের নেতৃত্বে ছিলেন।
মন্ত্রক সূত্রের খবর, বিএসএফ প্রধানের বিরুদ্ধে সমন্বয়ের অভাব সহ গুরুতর বিষয়ে অভিযোগ রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক সীমান্ত থেকে ক্রমাগত অনুপ্রবেশ এবং একের পর এক জঙ্গি হামলার জেরে কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
মন্ত্রকের এক অফিসারের কথায়, "বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণের অভাব এবং অন্যান্য সহযোগী সংস্থার সাথে সমন্বয়ের অভাবের কারণেই ওই দুই অফিসারকে পদ খোয়াতে হল।"
তবে সরকারের এহেন পদক্ষেপের জেরে বাহিনীর মধ্যেই তীব্র শোরগোল পড়ে গিয়েছে। কারণ, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পরেও স্বরাষ্ট্র মন্ত্রক রাতারাতি এভাবে দুজন পদস্থ আধিকারিককে সরিয়ে দেয়নি। তাই মন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে আলাদা করে চর্চা শুরু হয়েছে বাহিনীর অভ্যন্তরেও।
বিএসএফের প্রায় ২.৬৫ লাখ কর্মী রয়েছেন যাঁরা পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত পাহারা দেয়। কিন্তু সাম্প্রতিক অতীতে সীমান্তে একের পর এক জঙ্গি হামলার জেরে বাহিনীর কার্যকারিতা নিয়ে উঠছিল প্রশ্ন। এবার বড় পদক্ষেপ করল কেন্দ্র। তবে ওই দুই পদের দায়িত্বে কাদের আনা হচ্ছে তা এখনও স্পষ্ট করা হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।