নিট দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ - ফাইল ছবি
শেষ আপডেট: 28 June 2024 10:31
দ্য ওয়াল ব্যুরো: নিট কেলেঙ্কারি সামনে আসার পর সবথেকে বেশি সমালোচিত হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। নিট, নেট-সহ দেশের সবথেকে বড় মাপের পরীক্ষাগুলি তারাই আয়োজন করে। ইতিমধ্যেই এনটিএ-র ডিজিকে পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু তাতে আমজনতার ক্ষোভ কমেনি। এই পরিস্থিতিতে এনটিএ-কে শোধরাতে অভিভাবক, পড়ুয়াদের পরামর্শ চাইছে মোদী সরকার।
এনটিএ-র ডিজিকে অপসারণ, উচ্চ পর্যায়ের কমিটি গঠনের মধ্যে দিয়ে কেন্দ্র কার্যত মেনে নিয়েছে যে তাঁদের গলদ রয়েছে। তবে ভবিষ্যতে যাতে এমন অভিযোগ আর না ওঠে তার জন্য উঠেপড়ে লেগেছে সরকার। ইতিমধ্যে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের থেকে পরামর্শ চাওয়া হয়েছে এনটিএ নিয়ে। কী ভাবে এনটিএ-র পরিষেবা আরও উন্নত করা যায়, সেই উত্তরের খোঁজে কেন্দ্র।
নিট কাণ্ডের মধ্যেই কেন্দ্রীয় সরকার যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে তারা একটি ওয়েবসাইট প্রকাশ করেছে। সেটি হল https://innovateindia.mygov.in/examination-reforms-nta/ । এখানেই এনটিএ সংক্রান্ত যাবতীয় পরামর্শ দিতে পারবেন অভিভাবক এবং পড়ুয়ারা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নিট ইস্যুতে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া-র সদস্যরা দিল্লির এনটিএ অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়েছে। তারপর একে একে তারা অফিসের ভিতরে ঢুকে 'এনটিএ মুর্দাবাদ', 'এনটিএ বন্ধ কর', এইসব স্লোগান তুলতে থাকে। প্রতিবাদস্বরূপ তালা দিয়ে দেওয়া হয় সদর দরজায়। এনটিএ অফিসে যখন এনএসইউআই বিক্ষোভ দেখাচ্ছে তখন দিল্লির যন্তর মন্তরের সামনে প্রতিবাদ কর্মসূচি করে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস।
বর্তমানে সিবিআই এই নিট কাণ্ডের তদন্ত করছে। আর বৃহস্পতিবারই তারা প্রথম গ্রেফতারি করেছে এই ঘটনায়। পাটনা থেকে দুজনকে পাকড়াও করেছে কেন্দ্রীয় এজেন্সি। ধৃতদের নাম আশুতোষ এবং মণীশ কুমার। এর আগে এই কেলেঙ্কারিতে মোট ২৩ জন গ্রেফতার হয়েছে। তবে সেই গ্রেফতারি সিবিআই নয়, করেছিল বিহার, দিল্লি, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র পুলিশ।