শেষ আপডেট: 24th March 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: সাংসদদের বেতন (Salary Hike), ভাতা দুটিই বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। এছাড়া বাড়ানো হচ্ছে প্রাক্তন সাংসদদের পেনশনও। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এমনটাই। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে।
২৪ শতাংশ বেতন বৃদ্ধি করা হচ্ছে সাংসদদের। এতদিন মাসে এক লক্ষ টাকা করে বেতন পাচ্ছিলেন সাংসদরা। এবার তা বেড়ে ১ লক্ষ ২৪ হাজার টাকা হল। এদিকে দৈনিক ভাতাও ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। প্রাক্তন সাংসদদের জন্য পেনশনও বৃদ্ধি করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এত দিন প্রাক্তন সাংসদরা মাসে ২৫ হাজার টাকা করে পেনশন পেতেন। এবার থেকে তাঁরা ৩১ হাজার টাকা করে পাবেন।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ২০২৩ সালের এপ্রিল মাসের পর থেকেই তা কার্যকর করা হচ্ছে। অর্থাৎ, ২ বছরের বর্ধিত বেতনের বকেয়া বাবদ ৫ লক্ষ ৭৬ হাজার টাকা পেতে চলেছেন সাংসদরা।
এর আগে সাংসদ ও প্রাক্তন সাংসদদের বেতন ও ভাতা ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালের এপ্রিল মাসে। সেবার সাংসদদের বেতন নির্ধারণ করা হয় মাসে ১ লক্ষ টাকা। দৈনন্দিন খরচের বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই বৃদ্ধির কথা বলা হয়। এবার ৭ বছর পর ফের বেতন বৃদ্ধি করার যুক্তি একই দিল কেন্দ্র। বর্তমানে সংসদে বাজেট অধিবেশন চলছে। তার মাঝে এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সাংসদরা।