শেষ আপডেট: 7th March 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: দোলের আগেই কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর আসতে পারে। দোল বা হোলি উৎসবের আনন্দে আরও রং ছড়াতে কর্মীদের ডিএ বাড়ানোর ভাবনা চলছে। অর্থাৎ কর্মচারীদের দোল বা হোলির উপহার বেতনবৃদ্ধির মতো মুখে হাসি ফুটিয়ে দিতে পারে কেন্দ্র। এই ঘোষণা হলেই আনুমানিক ১ কোটি ২০ লক্ষ লোক উপকৃত হবেন। কেন্দ্রীয় ক্যাবিনেটের সিলমোহর পেলেই এআইসিপিআই-আইডব্লু ডেটা অনুযায়ী প্রায় ২ শতাংশ ডিএ বৃদ্ধি ঘটতে চলেছে।
সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার শীঘ্রই ডিএ এবং ডিআর (ডিয়ারনেস রিলিফ) বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে। যার ফলে ১ কোটি ২০ লক্ষেরও বেশি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হোলির আগেই সরকার এই ঘোষণা করতে পারে। সরকার বছরে দুবার ডিএ পর্যালোচনা করে। একটি জানুয়ারিতে, অন্যটি জুলাইয়ে। যদিও সরকারি ঘোষণা পরে করা হয়ে থাকে। জানুয়ারির বেতন পুনর্বিবেচনা সাধারণত হোলির আগেই হয়ে থাকে। এবং জুলাইয়েরটা হয়ে থাকে দেওয়ালির মুখে।
ডিএ এবং ডিআর সংশোধন করা হয় বাজার চলতি দামদস্তুরের উপর নির্ভর করে। বাজারমূল্য বাড়লে কর্মীদের স্বস্তি দিতে বেতনেও সামান্য বৃদ্ধি করা হয়। ২০২৪ সালের ডিসেম্বরের ডেটা অনুযায়ী এবার ২ শতাংশ বৃদ্ধি ঘটতে চলেছে। যা হলে কেন্দ্রীয় কর্মীদের ডিএ, ডিআর-এর পরিমাণ হবে ৫৫ শতাংশ। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে ক্যাবিনেট বৈঠকে বিযয়টির ফয়সালা হবে।