শেষ আপডেট: 19th June 2024 21:00
দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়বার দিল্লির তখতে বসে কৃষকদের সুবিধার্থে ধান-সহ ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য উৎপাদন খরচের দেড়গুণ বৃদ্ধির সিদ্ধান্ত নিল মোদী সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত কার্যকরী করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, যেহারে চাষের খরচ বেড়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে ফসল উৎপাদনের মোট ব্যয়ের দেড়গুণ হারে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের কয়েক কোটি কৃষক উপকৃত হবেন বলে দাবি মন্ত্রীর।
প্রসঙ্গত, ২০১৮ সালে কেন্দ্রীয় বাজেটে মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফসলের মোট উৎপাদন খরচের কমপক্ষে দেড় গুণ করা হবে ন্যূনতম সহায়ক মূল্য। ৬ বছর পর মোদীর তৃতীয় টার্মে তা মন্ত্রিসভার বৈঠকে কার্যকরী করা হল।
চলতি বছরের শেষেই হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে এই তিনটি রাজ্যেই খারাপ ফল হয়েছে বিজেপির। স্বাভাবিকভাবে ভোটের মুখে মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
কেন্দ্রের এমন সিদ্ধান্ত সামনে আসতেই বিরোধীরা কটাক্ষের সুরে বলছেন, 'ঠ্যালার নাম বাবাজি। ফের ক্ষমতায় ফিরলেও একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। সেকারণেই তিন রাজ্যের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত।'
১৮ সালের সিদ্ধান্ত ৬ বছর পর কার্যকরী করা হলেও তা বাস্তব মূল্যবৃদ্ধির সঙ্গে কতখানি সামঞ্জস্যপূর্ণ তা নিয়েও সংশয়ে রয়েছে বিভিন্ন মহলে। যদিও অশ্বিনী বৈষ্ণোর দাবি, "বিজেপি সরকার বরাবরই কৃষকের কথা ভাবে। সারা দেশের কৃষি উৎপাদনের ওপর গবেষণা করেই এই দামবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"