শেষ আপডেট: 14th October 2024 17:03
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। দুর্গাপুজো-নবরাত্রি-দশেরার বেদম খরচের পর পকেট যখন হু-হু করছে, তখন দেওয়ালি-ধনতেরাসের আগেই কর্মচারীদের মুখে হাসি ফেরাতে চাইছে কেন্দ্র। সুখবরটি হল, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়তে চলেছে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দিওয়ালি বা দীপাবলি-কালীপুজোর আগে জুটতে চলেছে ৩ শতাংশ ডিএ। ৩১ অক্টোবর, দিওয়ালির আগেই সরকারিভাবে এই ঘোষণা হতে চলেছে। ৩ শতাংশ বৃদ্ধি ঘটলে কেন্দ্রীয় কর্মীদের ডিএ হবে ৫০ থেকে বেড়ে ৫৩ শতাংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভার আগামী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে বলে সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের উপর নির্ভর করে ডিএ নির্ধারণ করা হয়ে থাকে। সহজ কথায়, বাজারদরের উপর নির্ভর করে এটা ঠিক হয়। বছরে দুবার খুচরো বাজারের দামের উপর মাপকাঠি নির্ভর করে। মুদ্রাস্ফীতির ফলে যখন খুচরো বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়, তখন কর্মীদের সুরাহা দিতে ডিএ বৃদ্ধি করা হয়। এতে ঘরে নিয়ে যাওয়া বেতনের পরিমাণ একঝটকায় বাড়ে।
বর্তমানে ৫০ শতাংশ ডিএ পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেটা বাড়িয়ে ৫৩ শতাংশ হতে চলেছে। যা কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। এতে কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা জুলাই, অগস্ট ও সেপ্টেম্বরের বকেয়া ডিএ পেয়ে যাবেন।
প্রসঙ্গত, গতবছর কেন্দ্র উৎসবের মরসুমেই ডিএ বৃদ্ধি করেছিল। দশেরার আগে হিমাচল প্রদেশ সরকার প্রাক দেওয়ালি তোফা হিসেবে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করে।