শেষ আপডেট: 26th September 2024 13:35
দ্য ওয়াল ব্যুরো: সময়টা ভালো যাচ্ছে না বিজেপি সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রনৌতের। কেন্দ্রীয় কৃষিনীতি নিয়ে তাঁর বিরূপ মন্তব্যকে দল সিলমোহর না দেওয়ায় ক্ষমা চাইতে হয়েছে 'কুইন'কে। এবার ঝাঁসির রানির 'সিনেমাটিক মর্যাদা'য় তলোয়ারের কোপ মারল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। বৃহস্পতিবার এনডিএ জোট শরিকের প্রচ্ছন্ন নিয়ন্ত্রণাধীন সিবিএফসি বোম্বে হাইকোর্টে কঙ্গনার বহুচর্চিত 'ইমার্জেন্সি'র কিছু দৃশ্য ও সংলাপে কাঁচি চালানোর সুপারিশ করেছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন-কর্মের উপর নির্ভর করে লিখিত চিত্রনাট্যে ইমার্জেন্সি ছবিটি নির্মাণ করেন কঙ্গনা রনৌত। তাঁর কোম্পানির ব্যানারে এবং পরিচালনায় তৈরি হওয়া এই ছবির মুক্তি বারবার পিছিয়ে গিয়েছে। প্রথমে কংগ্রেস এবং এখন শিখ সংগঠনগুলি এই ছবির মুক্তিতে আপত্তি তুলেছে। বিশেষত শিখ সংগঠনগুলি খলিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালেসহ গোটা শিখ জাতিকে অপমানের অভিযোগ তোলে। এবং তা সেন্সর বোর্ডের কাছে ফেরত যায়।
এদিন সেন্সর বোর্ডের তরফে বোম্বে হাইকোর্টে জানানো হয় যে, বোর্ডের পুনর্বিবেচনা কমিটি এই ছবির কিছু অংশে কাটছাঁট করে মুক্তির ছাড়পত্র দিতে রাজি হয়েছে। এর প্রেক্ষিতে এই সিনেমার সহ প্রযোজক সংস্থা জি স্টুডিওজের কৌঁসুলি বিচারপতি বুর্গেস কোলাবাওয়ালা ও ফিরদোস পুনিওয়ালার বেঞ্চের সামনে কাটছাঁট করা সম্ভব কিনা তা আলোচনার জন্য সময় চেয়ে নেন। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৩০ সেপ্টেম্বর।