শেষ আপডেট: 10th September 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো: একের পর এক গাড়িতে ধাক্কা মেরে শেষে নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে পালালানে মহারাষ্ট্রের বিজেপি নেতার ছেলে।
মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেত বাওয়ানকুলে। সোমবার ভোরে নাগপুরের রামদাসপেঠ এলাকায় বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেন সংকেত। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আরও চার জন। পরিস্থিতি বেগতিক দেখে রাস্তাতেই নিজের অডি গাড়ি রেখে পালিয়ে যান। গোটা ঘটনার ভিডিও সিসিটিভিতে ধরা পড়ে।
Maharashtra BJP chief Chandrashekhar Bawankule’s son Sanket’s Audi hits several vehicles in Nagpur. There were a total of five persons in the car including Sanket Bawankule at the time of the accident. Three occupants, including Sanket Bawankule, fled. pic.twitter.com/ra0rleVOWx
— Mohammed Zubair (@zoo_bear) September 10, 2024
পুলিশ জানিয়েছে, রাত ১টা নাগাদ অডি গাড়িটি প্রথমে অভিযোগকারী জিতেন্দ্র সোনকাম্বলের গাড়ির সঙ্গে এবং তারপর একটি মোপেডকে ধাক্কা মারে। এতে দুই যুবক আহত হয়।
তাঁদের একজন বলেন 'অডি গাড়িটি মানকাপুর এলাকার দিকে যাওয়ার আরও কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। সেখানে টি-পয়েন্টে গাড়িটি একটি পোলো গাড়িকে ধাক্কা মারে। এর পর স্থানীয়রা অডিটিকে ধাওয়া করে মানকাপুর ব্রিজের কাছে থামিয়ে দেয়। তখনই ওরা পরিস্থিতি বুঝে পালিয়ে যান'।
জানা গেছে ধাক্কা দেওয়া অডির চালক এবং আরও একজনকে ধাক্কা খাওয়া পোলো গাড়ির আরোহীরা ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন।
সূত্রের খবর, অডির যাত্রীরা ধরমপেঠের একটি বার থেকে ফেরার সময় ঘটনাটি ঘটে। একজন সিনিয়র অফিসার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বেপরোয়া গাড়ি চালানো এবং অন্যান্য অপরাধের একটি মামলা দায়ের করা হয়েছে। চালককে গ্রেফতার করে খতিয়ে দেখা হয় তিনি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন কিনা। পরীক্ষা করার জন্য তাঁর রক্তের নমুনা পাঠানো হয়'।
সংবাদ মাধ্যমের কাছে বিজেপি নেতা চন্দ্রশেখর স্বীকার করেন যে অডি গাড়িটি তাঁর ছেলে সংকেতের নামে রেজিস্টার্ড। জানিয়েছেন 'কোনও পক্ষপাতিত্ব না করে দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত করুক পুলিশ। দোষী সাব্যস্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আইন অবশ্যই সকলের জন্য সমান'।