শেষ আপডেট: 3rd May 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(সিবিএসই)-র দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্রীয় বোর্ড। শুক্রবার সিবিএসই-র ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই চলতি বছরের দুই বোর্ডের পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিনক্ষণের বিষয়ে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট নোটিসে বলা হয়েছে, মে মাসের ২০ তারিখের পর একই দিনে দশম ও দ্বাদশের রেজাল্ট বেরোবে। সাধারণত প্রতি বছর মে মাসের শুরুতেই সিবিএসই বোর্ডের ফল ঘোষণা করা হয়। কিন্তু এই বছর ভোটের জন্য তারিখ পিছিয়ে গিয়েছে বলে অনুমান শিক্ষক-শিক্ষিকাদের একাংশের। যদিও ২০মে-র পর ফল প্রকাশ করা হবে এমনটা জানালেও চূড়ান্ত দিনক্ষণ এখনও জানায়নি সিবিএসই।
বিগত বছরগুলির মতো এবারও অনলাইনে ফল দেখতে পারবে পড়ুয়ারা। যে ওয়েবসাইটগুলিতে সিবিএসই-র দশম ও দ্বাদশের রেজাল্ট দেখা যাবে সেগুলি হল cbse.nic.in, cbseresults.nic.in, cbseresults.gov.in ও cbse.gov.in।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল সিবিএসই-র দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা। ক্লাস ১০-এর পরীক্ষা শেষ হয় ১৩ মার্চ। অন্যদিকে, ২ এপ্রিল পর্যন্ত চলেছিল দ্বাদশের বোর্ড পরীক্ষা। এবার দু’টি ক্লাস মিলিয়ে প্রায় ৩৯ লক্ষ পড়ুয়া পরীক্ষা দেয়। সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলেছে ক্লাস ১০ ও ১২-র পরীক্ষা।
কোভিডের আগে পর্যন্ত সিবিএসই-র দুটি ক্লাসের ফল আলাদা দিনে ঘোষণা করা হত। কোভিডের পর থেকে একই দিনে রেজাল্ট জানতে পারে পরীক্ষার্থীরা। ২০২০ সালের পর থেকে কয়েক ঘন্টার ব্যবধানে সিবিএসই-র তরফে দশম ও দ্বাদশের ফল ঘোষণা করা হয়। এবারও সেই নিয়ম অপরিবর্তিত থাকবে বলেই খবর।
বেশ কয়েক দিন ধরেই সিবিএসই-র ফলাফল কবে বেরোবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এই আবহে সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভুয়ো বিজ্ঞপ্তি। বিষয়টি চোখে পড়ার পর এই নিয়ে সাবধান করেছে সিবিএসই। ফল প্রকাশ নিয়ে বিস্তারিত জানতে শুধুমাত্র সিবিএসই-র সাইটেই নজর রাখতে বলেছে কেন্দ্রীয় বোর্ড।