নাম নথিভুক্ত করার পরও প্রায় সাড়ে ১১ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেননি।
ফাইল ছবি।
শেষ আপডেট: 13 May 2025 12:30
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল সিবিএসই-র (CBSE) ২০২৫ সালের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল (CBSE Class 12th Results 2025)।
পরীক্ষার্থীরা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট - cbse.gov.in -এ গিয়ে সরাসরি রেজাল্ট দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। মূল ওয়েবসাইট ছাড়াও, results.cbse.nic.in এবং cbseresults.nic.in -এও তাদের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
এবারে সামগ্রিকভাবে পাশের হার ৮৮.৩৯%। প্রতিবারের মতো এবারেও সামগ্রিক ফলাফলের নিরিখে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।
বোর্ড সূত্রের খবর, এবারে মোট ১৭ লক্ষ ৪ হাজার ৩৬৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করেছিল। যদিও পরীক্ষায় বসে ১৬ লক্ষ ৯২ হাজার ৭৯৪ জন। অর্থাৎ নাম নথিভুক্ত করার পরও প্রায় সাড়ে ১১ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেননি। পাশ করা মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লক্ষ ৯৬ হাজার ৩০৭ জন।
কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে সিবিএসই ফলাফল?
প্রথমে CBSE এর অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এ যান। এরপর হোমপেজে, 'CBSE দ্বাদশ ফলাফল ২০২৫' লেখা লিঙ্কটি খুঁজুন এবং ক্লিক করুন। এবার একটি নতুন উইন্ডো খুললে, আপনার রোল নম্বর, প্রবেশপত্রের আইডি, জন্ম তারিখ এবং অন্যান্য বিবরণ দিয়ে 'এন্টার' এ ক্লিক করুন। স্ক্রিনে ফুটে উঠবে ফলাফল। এখানেই ডাউনলোডের অপশনও থাকবে। সাধারণত সিবিএসই-র পরীক্ষায় পাশ করতে হলে ৩৩ শতাংশ নম্বর পেতে হয়।