শেষ আপডেট: 23rd June 2024 20:26
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া নেট কেলেঙ্কারির তদন্তে গিয়ে আক্রান্ত হল সিবিআই। ইউজিসি নেটের প্রশ্নফাঁস কাণ্ডে তল্লাশি করতে রবিবার বিহারে যায় কেন্দ্রীয় এজেন্সি। সেখানেই তদন্তকারীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিন বিহারের নওয়াদা জেলার রাজৌলি এলাকায় নেটের প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়েছিল সিবিআই। অভিযোগ, সেখানেই সিবিআইয়ের আধিকারিকদের হামলার মুখে পড়তে হয়। প্রায় ২০০-৩০০ জন গ্রামবাসী সিবিআই আধিকারিকদের ঘিরে ধরেন। ভাঙুচুর করা হয় তাঁদের গাড়ি। এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে।
গত মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল। কিন্তু প্রশ্নফাঁসের অভিযোগে পরদিন বুধবারই পরীক্ষাটি বাতিল করা হয়। নেটে অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রক। আর এই ঘটনায় এক মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে রবিবার বিহারের নওয়াদা জেলার রজৌলিতে যান তদন্তকারী আধিকারিকরা। সেখানে কাসিয়াড়ি গ্রামে আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করলে তাঁদের উপর হামলা চালায় গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রের খবর, প্রথমে বচসা-গালিগালাজ, তারপর সেখান থেকে ধাক্কাধাক্কি, এমনকি তদন্তকারীদের শার্ট ছিড়ে ফেলারও অভিযোগ ওঠে ওই গ্রামবাসীদের বিরুদ্ধে। সিবিআই আধিকারিকদের সঙ্গে আসা গাড়ির এক চালককে মারধর করা হয়। পরে রাজৌলি থানায় খবর দিয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী আনানো হয়। তারপর কোনও মতে গ্রাম থেকে বেরোতে পারেন সিবিআই আধিকারিকরা।
গ্রামের বাসিন্দাদের দাবি, ভুয়ো অফিসার ভেবেই সিবিআই আধিকারিকদের উপর হামলা চলে। কিন্তু অভিযোগ উঠেছে, সিবিআই আধিকারিকরা নিজেদের পরিচয়পত্র দেখানোর পরও তাঁদের উপর হামলা হয়। 'নকল পুলিশ' গুজব তুলে গ্রামবাসীদের জমায়েত করা হয়েছিল। গোটা ঘটনা ' ষড়যন্ত্র' বলে মনে করছেন তদন্তকারীরা।
এর আগে, গত জানুয়ারিতে সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে এসে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ ওঠে। এবার এনডিএ শাসিত বিহারে আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের উপর হামলার অভিযোগ উঠল।