শেষ আপডেট: 11th July 2024 20:10
দ্য ওয়াল ব্যুরো: নিট-ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধান অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার ভাইপো রাকেশ রঞ্জন ওরফে রকিকে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার পাটনা থেকে রকিকে পাকড়াও করেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, সঞ্জীবের পাশাপাশি রকিও প্রশ্নফাঁস কাণ্ডের অন্যতম অভিযুক্ত।
ধৃতকে এদিন আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। রকির খোঁজে পাটনা এবং কলকাতার কিছু এলাকায় গত কয়েকদিন ধরে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন তদন্তকারীরা। সেই সূত্রেই এদিন পাটনার একটি জায়গা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এর আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস-প্রিন্সিপাল-সহ আটজন অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই।
সূত্রের খবর, রাকেশ রঞ্জন ওরফে রকি ঝাড়খণ্ডের রাঁচিতে একটি হোটেল চালাতেন। সিবিআইয়ের দাবি, রকিই নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস করেছিল এবং মোটা অর্থের বিনিময়ে একজনের মাধ্যমে সেই প্রশ্নপত্র বিভিন্ন পরীক্ষার্থীর কাছে পাঠানোর ব্যবস্থা করেছিল।
তদন্তে নেমে প্রশ্নফাঁস কাণ্ডে এখনও পর্যন্ত ৬টি এফআইআর নথিভুক্ত করেছে সিবিআই। বিহার, পশ্চিমবঙ্গের পাশা্পাশি তল্লাশি অভিযান চালানো হচ্ছে গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়।