শেষ আপডেট: 15th March 2025 20:44
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের কোলহাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। অফিসে যাওয়ার সময় হঠাৎই হার্ট অ্যাটাক করে এক ব্যক্তির। গাড়ি চালিয়ে অফিস যাচ্ছিলেন ফলে সেটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় ও পর পর অন্যান্য গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে জানা গেছে, ধীরাজ পাতিল (৫৫) নামে ওই ব্যক্তি তাঁর মরিস গ্যারেজ উইন্ডসর গাড়ি চালিয়ে শনিবার ভোরে অফিস যাচ্ছিলেন। একটি ফ্লাইওভারের কাছে আসতেই তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি একটি অটোরিকশা, একটি গাড়ি, একটি মোটরসাইকেল ও আরও একাধিক গাড়িতে ধাক্কা মারে। অন্তত ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। পুলিশ প্রথমে দুর্ঘটনার কারণ জানতে না পারলেও পরে ময়নাতদন্ত করা হয় চালকের দেহের।
জানা যায়, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন, যার জন্যই দুর্ঘটনা।