শেষ আপডেট: 29th January 2025 12:09
দ্য ওয়াল ব্যুরো: মৌনী অমাবস্যায় মহাকুম্ভে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। সেই ভিড়ের মধ্যেই এক ভক্ত এসেছেন হুইলচেয়ার করে। নির্মলা নামের ওই মহিলা ক্যানসারে আক্রান্ত। তাঁর কেমোথেরাপি চলছে। চিকিৎসকরা কার্যত আশা ছেড়ে দিয়েছেন। কিন্তু নির্মলা ভেঙে পড়ছেন না। তিনি মহাকুম্ভে এসেছেন নিজের জীবন ফের একবার ফিরে পাওয়ার আশায়।
মুম্বইয়ের টাটা ক্যানসার সেন্টারে গত ২ বছর ধরে চিকিৎসা চলছে নির্মলার। কিন্তু তাঁর কোনও রকম উন্নতি হয়নি। চিকিৎসকরাও খুব একটা আশা রাখছেন না। পরিবারকেও জানিয়ে দেওয়া হয়েছে যে, নির্মলার কাছে খুব বেশি দিন সময় নেই। তা সত্ত্বেও তিনি মহাকুম্ভে এসেছেন পুণ্যস্নানে। বলছেন, নিজের জীবন ফিরে পাওয়ার এটাই শেষ চেষ্টা তাঁর।
নির্মলার স্বামী জানিয়েছেন, অল্প সময়ই বাকি রয়েছে তাঁর স্ত্রীর কাছে। তাই তাঁকে মহাকুম্ভে এনেছেন তিনি। তাঁর কথায়, 'ডাক্তাররা তো আশা ছেড়ে দিয়েছেন। এখন তাই শুধু ভগবানের ওপর ভরসা রয়েছে। তিনি হয়তো সব ঠিক করে দেবেন। হয়তো আমার স্ত্রীর ক্যানসার ভাল হয়ে যাবে।' নির্মলাও বলছেন, 'এটাই হয়তো আমার শেষ চেষ্টা, শেষবার পুণ্যস্নান করতে পারছি। তবে আশা রয়েছে...'
ছেলে এবং স্বামীর সঙ্গে মহাকুম্ভে এসেছেন নির্মলা। তবে বুধবার গভীর রাতেই পদপিষ্টের ঘটনা ঘটে সেখানে। মৌনী অমাবস্যায় লক্ষ লক্ষ তীর্থযাত্রী প্রয়াগরাজের সঙ্গমে স্নান করতে ভিড় জমিয়েছিলেন। প্রবল ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় মেলা কর্তৃপক্ষ। পরে ঘোষণার মাধ্যমে ভক্তদের দ্রুত ঘাট খালি করার অনুরোধ জানানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলত পদপিষ্টের মতো ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আর প্রচুর মানুষ গুরুতর আহত। যদিও নির্মলা এবং তাঁর পরিবার সুস্থ রয়েছেন।
ভয়াবহ ঘটনার পর একাধিক আখড়া ‘অমৃত স্নান’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। জুনা আখড়ার মুখপাত্র নারায়ণ গিরি জানান, পরিস্থিতির চাপে আপাতত স্নান স্থগিত রাখা হয়েছে।