শেষ আপডেট: 1st February 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: ৩ বছরের মধ্যে দেশের সব জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার তৈরি করা হবে। বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।
শনিবার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আগামী ৩ বছরের মধ্যে দেশের সব জেলার হাসপাতালে ক্যানসার সেন্টার তৈরি করা হবে। সারা দেশে মোট ২০০টি ক্যান্সার নিরাময় কেন্দ্র তৈরি করা হবে।
এজন্য দেশে চিকিৎসকদের সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন বৃদ্ধি করা হচ্ছে। এতে করে আরও বেশি পড়ুয়া মেডিক্যাল পড়তে পারবেন।
একই সঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে ১ কোটি কর্মীকে স্বাস্থ্য ও বিমার আওতায় আনা হবে বলেও অর্থমন্ত্রী জানান।
প্রসঙ্গত, ক্যানসার মানেই বছরের পর বছর ফ্ল্যাশ রেডিওথেরাপি নিয়ে যাওয়া এবং একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। প্রচলিত এই ধারণা ভাঙতে পারে আলট্রা-ফাস্ট রেডিও-থেরাপি। এর মাধ্যমে ক্যানসারের চিকিৎসায় বিপ্লব ঘটতে পারে, এক সেকেন্ডেরও কম সময়ে রোগী এই মারণ রোগ থেকে মুক্তি পেতে পারে বলে সম্প্রতি দাবি করেছেন গবেষকরা।
ক্যানসারের চিকিৎসার জন্য আক্রান্ত রোগীকে একাধিকবার রেডিওথেরাপি দিতে হয়। এই থেরাপির ফলে মস্তিষ্কের বহু সুস্থ টিস্যু বা কোষ ক্ষতিগ্রস্ত হয়। গবেষকদের দাবি, আলট্রা-ফাস্ট রেডিও-থেরাপি মস্তিস্কের সুস্থ কোনও টিস্যুকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং ক্যানসারের কোষগুলিকে আমূলে ধ্বংস করবে। এমনকী সাধারণ রেডিওথেরাপির চেয়ে এটি ৩০০ গুণবেশি ক্ষমতাসম্পন্নও।
গবেষকদের দাবি, আলট্রা-ফাস্ট রেডিও-থেরাপির এই ফ্ল্যাশ রেডিয়েশন ইতিমধ্যে পশুদের দেহে পরীক্ষা করা হয়েছে। তাতেদেখা গেছে এটি কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাপদ ফলাফল দেখিয়েছে। এমনকী মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত রোগীদের একটি ছোট ট্রায়ালেও এটি সফল হয়েছে।
এরই মধ্যে দেশের সব জেলা হাসপাতালে ক্যানসার কেন্দ্র গড়ে তোলার কথা জানালেন নির্মলা।