শেষ আপডেট: 9th January 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে অভিযুক্ত চার ভারতীয়কেই জামিনে মুক্তি দিল কানাডার আদালত। ৪৫ বছর বয়সি হরদীপ সিং নিজ্জরকে ২০২৩ সালের ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ার সুরে-তে গুরু নানক শিখ গুরুদ্বারের সামনে খুন করা হয়। খলিস্তানি জঙ্গি নিজ্জরের বিরুদ্ধে ভারতে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে, যাকে দেশের গোয়েন্দা সংস্থাগুলি দীর্ঘদিন খুঁজে বেড়াচ্ছিল।
খুনের অভিযোগে করণ ব্রার, আমনদীপ সিং, কমলপ্রিত সিং এবং করণপ্রিত সিং নামে চার যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ ফার্স্ট ডিগ্রি খুন এবং খুনের চক্রান্ত করার অভিযোগ এনেছিল। এখন এই খুনের মামলার বিচার ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্টে হস্তান্তরিত করা হয়েছে। শুনানির ধার্য হয়েছে ১১ ফেব্রুয়ারি। এই খুনের পর কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বয়ং পার্লামেন্টে ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। যে অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল ভারত সরকার।
উল্লেখ্য, এই চার ভারতীয়কে কানাডার বিভিন্ন প্রান্ত থেকে ২০২৪ সালের মে মাসে গ্রেফতার করেছিল রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। কিন্তু, আদালতে যথোপযুক্ত তথ্যপ্রমাণ তুলে ধরতে ব্যর্থ হয় পুলিশ। যার জেরে আদালতের সমালোচনার মুখেও পড়ে তারা। সেই কারণে চারজন বিচারপ্রার্থীকে তথ্যপ্রমাণের দীর্ঘসূত্রিতার কারণে আদালত জামিন দেয়।
আদালতের রেকর্ড অনুসারে এই চারজনের নামের পাশে এন লেখা রয়েছে। যার অর্থ নট ইন কাস্টডি অর্থাৎ হেফাজতে নেই। যার মানে এরা বর্তমানে জেল হেফাজতে নেই, কিংবা জামিনে মুক্ত অথবা শর্তসাপেক্ষে পরবর্তী শুনানি পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে।